
Travel News: ছুটি পেলেই মনটা উরু-উরু হয়ে যায়। কাছে-পিঠের ডেস্টিনেশন খুঁজতে থাকেন। তবে, আজকাল অনেকেই ওয়ান-ডে ট্রিপের সন্ধান করেন। অর্থাৎ, কলকাতা থেকে এক দিনে ঘুরে বাড়ি ফিরে আসা চাই। এক দিনের ছুটিতে অনেকে লং ড্রাইভে যেতে চান, আবার নতুন জায়গাও এক্সপ্লোর করতে চান। কলকাতার আশেপাশেই রয়েছে এমন অনেক জায়গা, যেখানে এক দিন ঘুরেই আবার শহরে ফেরা যায়। রইল এমনই তিন জায়গার ঠিকানা।
রায়চক
শীতকাল এলেই বাঙালি পিকনিকের তোড়জোড় শুরু করে দেয়। এক দিনের ডেস্টিনেশন হিসেবে বেছে নিতে পারেন রায়চককে। এখানে গঙ্গার ধারে বসে পিকনিক করা সুযোগ রয়েছে। আবার বিলাসবহুল রিসর্টে সঙ্গীর সঙ্গে সময়ও কাটাতে পারেন। গঙ্গার ধারে ছুটির বিকাল কাটাতে পারেন বন্ধুদের সঙ্গে। কলকাতা থেকে মাত্র ৫৪ কিলোমিটারের রাস্তা রায়চক। চাইলে লং ড্রাইভেও যেতে পারেন।
গাদিয়ারা
কলকাতা ছাড়িয়ে প্রায় ৮৫ কিলোমিটার গেলেই রয়েছে গাদিয়ারা। ভাগীরথী, হুগলি ও রূপনায়ারণ নদীর সঙ্গমস্থলে অবস্থিত গাদিয়ারা হাওড়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শীতকালে পিকনিক করার জন্য অনেকেই বেছে নেন এই জায়গাকে। তাই শীতের রবিবারে গেলে এখানে প্রচুর মানুষের ভিড় দেখতে পাবেন। সপ্তাহে মাঝে গেলে একদম নিরিবিলি জায়গায় বসে সূর্যাস্ত দেখতে পারেন।
বিষ্ণুপুর
কলকাতা থেকে মাত্র ঘণ্টা চারেকের রাস্তা বিষ্ণুপুর। টেরাকোটা, পোড়া মাটির মন্দির দেখে ছুটি কাটাতে পারেন এখানে। বাংলার ইতিহাসের সাক্ষী হতে পারবেন এখানে। বিষ্ণুপুর এত মন্দির রয়েছে যে ঘুরে দেখার জন্য একটা গোটা দিন দরকার। এ ছাড়া লং ড্রাইভে গেলে বিষ্ণুপুরের আগেই পড়বে জয়পুরের জঙ্গল। রাস্তার দু’পাশে শাল, সেগুন, বহেড়া, মহুয়ার সারি। আরামবাগ হয়ে যেতে পারেন বিষ্ণুপুর। জয়পুরের জঙ্গলের আগেই রয়েছে বনলতা। সেখানেও যেতে পারেন সময় কাটাতে, লাঞ্চ সারতে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।