
Benapur: ব্যস্ত শহরের কোলাহল, ক্লান্তিকর ট্রাফিক আর একঘেয়ে রুটিনের মাঝে মন চায় একটু স্বস্তি, একটু শান্তি। তবে হাতে যদি সময় থাকে শুধু একদিন, তাহলে কোথায় যাবেন? দূরে কোথাও যাওয়া যেমন কষ্টকর, তেমনি ঝটিকা সফরের জন্য চাই সহজে পৌঁছনো যায় এমন কোনও মনোরম গন্তব্য। ঠিক এই রকম চাহিদার আশা মেটাতে পারে ‘বেনাপুর চর’, যা কলকাতার খুব কাছেই, অথচ এখনও অনেকের অজানা। হাওড়ার বাগনানের কাছে রূপনারায়ণ নদীর ধারে অবস্থিত বেনাপুর চর যেন ক্যালেন্ডারে ছাপানো ছবির মতো এক মনোহর দৃশ্য। এখানকার নদীর মাঝে চওড়া চর, নৌকার সারি আর দিগন্তজোড়া সবুজ মাঠ পাবেন এই দৃশ্যপটে। শহরের ব্যস্ত কোলাহল থেকে দূরে শান্তিতে পরিবার, বন্ধু কিংবা প্রেমিক-প্রেমিকার সঙ্গে সময় কাটানোর জন্য একেবারে আদর্শ স্থান এই বেনাপুর চর। নদীর পাশে বিচ্যুতের সবুজ মাঠে সারাদিন বাচ্চারা খেলাধুলা করে শীতের সময় পিকনিক স্পট হিসেবে অনেকেই আসেন এখানে। আপনি চাইলে নদীর তীরে দাঁড়িয়ে থাকা সারি সারি নৌকোর মাঝে কোনও একটাকে বেছে নিয়ে নৌকো বিহারে বেড়াতে পারেন। দেখে নিতে পারেন সূর্যাস্তের মনোরম দৃশ্য।
বর্ষাকাল এই জায়গার সৌন্দর্যকে এক অন্য মাত্রা দেয়। এখানকার দিগন্ত বিস্তৃত চরের মাঝের অংশ যখন বর্ষার জলে ভরে যায়, তখন চরের ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে নৌকার সারি। শহর থেকে দূরে এমন নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ আপনার শরীর ও মন সুস্থ করতে বাধ্য।
কর্মব্যস্ত জীবনে দু-একদিনের বেশি ছুটি মিলবে না। স্বল্প সময়ে ঝটিকা সফরের জন্য বেনাপুর চর হতে পারে আদর্শ। কলকাতা থেকে দূরত্ব মাত্র ৬৫ কিলোমিটার। অর্থাৎ যেতে সময় লাগতে পারে দুই ঘন্টার মত। সপ্তাহের শেষে শনি-রবিবারের ছুটিতে আরামসে সময় কাটিয়ে আসতে পারেন।
বেনাপুর চর পৌঁছতে কলকাতা থেকে আপনি নিজস্ব গাড়িতেও আসতে পারেন অথবা ট্রেনে করেও আসতে পারেন। নিজস্ব গাড়ি করে এলে কলকাতা থেকে সোজা বাগনান হয়ে, সেখান থেকে যেতে হবে বেনাপুর চর। আপনি ট্রেনে করে আসতে চাইলে হাওড়া থেকে ট্রেন ধরে বাগনান স্টেশন। সেখান থেকে টোটো, অটো বা ছোট গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন গন্তব্যে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।