Travel news: ভারতের উত্তর থেকে দক্ষিণের ৮ জায়গায় বেড়াতে যেতে পারবেন মাত্র ৫০০০ টাকা বাজেটে, কোথায় কীভাবে যাবেন? জেনে নিন

মাত্র পাঁচ হাজার টাকায়তেই এবার পাহাড় ভ্রমণ সম্ভব। কীভাবে? জেনে নেওয়া যাক।

শীতের মরশুমের শুরুতেই জীবনের একঘেয়েমি কাটাতে কাছেপিঠে বেড়াতে যেতে চান? কিন্তু সময় ও টাকা দুই-এরই অভাব? এবার সেই চিন্তা ভুলে যান। অল্প খরচে দু-দিনের জন্য বেড়িয়ে আসতে পারেন পাহাড় থেকে। মাত্র পাঁচ হাজার টাকায়তেই এবার পাহাড় ভ্রমণ সম্ভব। কীভাবে? একটু পরিকল্পনা করে এগোলেই মাত্র হাজার পাঁচেক টাকাতেই ঘুরে আসতে পারবেন ঋষিকেশ, উত্তরাখণ্ডের মতো নৈশর্গিক জয়গা থেকে। খরচ পড়বে মাত্র হাজার পাঁচেক টাকার মধ্যে। কীভাবে? জেনে নেওয়া যাক।

কোথায় যাবেন? কীভাবে যাবেন? কোথায় থাকবেন?

Latest Videos

ঋষিকেশ বা উত্তরাখণ্ড যেতে ট্রেনের টিকিট পড়ে ১৫০০ থেকে ২৪০০০ টাকা। থাকার ঘরের খরচ পড়বে ১৫০ টাকা। ঋষিকেশ থেকে খুবই কাছে অবস্থিত বারাণসী থেকেও ঘুরে আসতে পারেন আপনি সহজেই। উত্তরপ্রদেশের এই অন্যতম জনপ্রিয় স্থানে থাকার খরচা খুবই কম। ভারতের প্রায় সমস্ত শহর থেকেই বারাণসীতে যাওয়ার পরিবহণ ব্যবস্থাও রয়েছে।

এত গেল উত্তর ভারতের কথা। এছাড়া একই বাজেটে দক্ষিণ ভারতের মনোরম পরিবেশ উপোভোগ করারও উপায় রয়েছে। কর্ণাটক রাজ্যের তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত ছোট শহর হাম্পি। শাড়ি শাড়ি মন্দিরের ধ্বংসাবশেষ ও অপার সৌন্দর্য আপনাকে এক নৈস্বর্গিক অনুভূতি দিতে পারে। এই শহর অত্যন্ত সাশ্রয়ী এবং ভ্রমণের পক্ষে উপোযোগী। চেন্নাই, কোয়েম্বাত্তোর বা সালেম থেকে সহজেই পৌঁছন যায় এই শহরে।

এছাড়া অল্প খরচে ঘুরে আসতে পারেন হিমাচলপ্রদেশের আরও একটি শহরে। দিল্লি থেকে অনিতিদূরে অবস্থিত শহর ম্যাকলিওডগঞ্জ। যাতায়াতের খরচ যেমন কম তেমনই সস্তায় পাওয়া যায় থাকার জায়গাও। মাত্র ২০০-৫০০ টাকার মধ্যেই থাকার জায়গা পাবেন পর্যটকরা। এছাড়া যেতে পারেন হিমাচলপ্রদেশের কসৌল শহরেও। মাত্র ৮০০ টাকার বাসের টিকিট কেটেই পৌঁছে যাবেন এই শহরে। কসৌলের অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

দক্ষিণে বেড়াতে যেতে চাইলে রয়েছে কেরলের ভারকালা সৈকত। এই সৈকতকে 'লিটিল গোয়া'-ও বলা হয়। সমুদ্রের কাছেই মাত্র ৫০০ টাকা থেকে শুরু হয় গেস্ট হাউজের ভাড়া। এছাড়া তামিলনাড়ুর কন্যাকুমারী। এই সমুদ্রতটে দাঁড়িয়ে সূর্যাস্ত বা সূর্যদয় দেখার অনুভূতি একেবারে আলাদা। এছাড়া দিল্লি থেকে ট্রেনে মাত্র ৯ ঘন্টার দূরত্বে যেতে পারেন উত্তরাখণ্ডের বিনসর ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারিতে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia