
দেখতে দেখতে ফেব্রুয়ারি পড়ে গেল। আর কদিন পরই ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)। তার আগে রোজ ডে, টেডি ডে, কিস ডে- আরও কত কী। এই সময় সকলের চোখে সুন্দর হয়ে ওঠার জন্য মরিয়া সকলে। এই সময় উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন ঘয়োটা টোটকা। রইল কয়টি প্যাকের হদিশ। যেগুলো ব্যবহারে সমাধান হবে ত্বকের নানান সমস্যা।
আলু রস ও মধুর প্যাক
মুখের অধিক রোম সব সময় সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই রোম দূর করতে আলুর (Potato) মাস্ক লাগাতে পারেন। প্রথমে আলু নিয়ে তা ঘষে রস বের করে নিন। এবার আলুর রসে মধু মেশান। ভালো করে মেশান। প্যাকটির সঙ্গে মেশাতে পারেন মুসুর ডাল। এর জন্য মুসুর ডাল বেটে নিন। ভালো করে মিহি করে বাটবেন। এবার আসুর রস, মধু আর মুসুর ডাল মেশান সামান্য জল দিন। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাকের গুণে একদিয়ে যেমন রোমকূপে জমে থাকা নোংরা দূর হবে তেমনই ত্বক উজ্জ্বল হবে। এই সকল উপকরণে ভিটামিন সি, প্রোবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, পুষ্টি উপাদান থাকে। যা ত্বকের জন্য উপকারী। এই প্যাক লাগালে মুখের বাড়তি রোম দূর হয়। সপ্তাতে ১ কিংব ২দিন এই প্যাক ব্যবহারে উপকার পাবেন।
দই ও বেসনের প্যাক
ত্বক নরম করতে দইয়ের জুড়ি মেলা ভার। সঙ্গে ত্বকের সকল নোংরা দূর করে বেসন। চটজলদি উজ্জ্বল ত্বক পেতে লাগান দই ও বেসনের প্যাক। একটি পাত্রে দই ও বেসন নিয়ে ভালো করে মিক্স করে প্যাক (Face Pack) বানান। এই প্যাক লাগালে মুখের রোমকূপে জমে থাকা নোংরা দূর হবে। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। প্রতিদিনই ব্যবহার করতে পারেন এই প্যাক। এই প্যাক ঘরোয়া ব্লিচেরও কাজ করবে।
দুধ ও পাতিলেবু
ট্যানের সমস্যায় জেড়বার প্রায় সকলেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে পাতিলেবু ও দুধকে হাতিয়ার করুন। একটি পাত্রে কাঁচা দুধ নিন। এতে মেশান কয়েক ফোঁটা পাতিলেবুর রস (Lemon)। ভালো করে মিশিয়ে নিন। প্যাকটি মুখে, গলা ও হাতে লাগান। প্রতিদিন এই প্যাক লাগাতে পারেন। দুধের গুণে যেমন ত্বক নরম হবে, তেমনই পাতিলেবুর গুণে ত্বক উজ্জ্বল হবে। সঙ্গে দূর হবে ট্যানের সমস্যা। চাইলের এর সঙ্গে চন্দন বাটাও মেশাতে পারেন।
আরও পড়ুন: ব্রণের দাগ থেকে মুক্তি পেতে মহার্ঘ্য কসমেটিক্স নয় ব্যবহার করে দেখুন আলুর ফেসপ্যাক