শ্যাম্পুর সঙ্গে এক ২ চামচ নুন! নিয়মিত ব্যবহার করলেই ম্যাজিকের মতো ফল

  • এক ঢাল চুল পেতে কে না চান
  • ছোট চুল যতই ফ্যাশনে ইন থাকুক লম্বা চুল কখনওই ফ্যাশন থেকে চলে যাবে না
  • লম্বা ঘন চুল পাওয়া আর তার যত্ন নেওয়া কিন্তু মোটেই  সহজ নয়
  •  জানেন কি শ্যাম্পুর সঙ্গে একটু নুন ব্যবহার করলেই সমস্যার সমাধান হতে পারে
swaralipi dasgupta | Published : Jul 3, 2019 11:46 AM IST

এক ঢাল চুল পেতে কে না চান। ছোট চুল যতই ফ্যাশনে ইন থাকুক লম্বা চুল কখনওই ফ্যাশন থেকে চলে যাবে না। কিন্তু লম্বা ঘন চুল পাওয়া আর তার যত্ন নেওয়া কিন্তু মোটেই  সহজ নয়। বাজারি জিনিসপত্র ব্যবহার করেও অনেক সময়ে মনের মতো চুল পাওয়া যায় না। কিন্তু জানেন কি শ্যাম্পুর সঙ্গে একটু নুন ব্যবহার করলেই সমস্যার সমাধান হতে পারে।

খাবারে নানা রকম মশলা ব্যবহার করার পরে যদি নুন বাদ থেকে যায়, তা হলে সেই খাবার কোনও ভাবেই মুখে তোলা যায় না। তবে শুধু স্বাদে নয়। নুনের বেশ কিছু উপকারও রয়েছে। নুনে সো়ডিয়াম থাকার জন্যই এটি বিশেষ উপকারী। তাই চুলের পক্ষেও ভালো নুন। বিশেষ করে আপনার চুল যদি তেলতেলে হয় তা হলে ২ থেকে ৩ চামচ নুনেই মিটবে সমস্যা। সপ্তাহে ৩  দিন নুন মেশানো শ্যাম্পু ব্যবহারেই মিটবে সমস্যা।  তবে শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। 

Latest Videos

তবে শুধু চুল নয়। দাঁতের জন্যও বিশেষ উপকারী নুনয়। দাঁতে অসহ্য যন্ত্রণা হলে নুন গোলা জল দিয়ে কুলকুচি করুন। উপশম পাবেন। এছাড়া দাঁত ঝকঝরে করার জন্য নিয়মিত নুন দিয়ে দাঁতও মাজতে পারেন। ত্বক মসৃণ করতেও নুন কার্যকরী। নুনকে স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। একটু নারকেল তেলের সঙ্গে নুন মিশিয়ে মাসাজ করলে ত্বক থেকে মরা কোষ দূর হয়। 

এছাড়াও গরমের দিনে অতিরিক্ত ঘাম হলে সঙ্গে রাখুন নুন জল। তবে যাঁদের হাই ব্লাড প্রেশার তাঁরা খাবেন না। মাথা যন্ত্রণা হলেও খেতে পারেন নুন জল। 

Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News