খালি চিপসের প্যাটেক দিয়ে শাড়ি, তরুণীর উদ্ভট খেয়াল নজর কাড়ল নেটিজেনদের

আপনি নিশ্চয় পোটাটো চিপস খান! পোটাটো চিপস- আট থেকে আশি সকলেরও প্রিয়। তাই এই প্রশ্নের উত্তর না দিলেও চলবে। কিন্ত এটা বলুনতো পোটাটো চিপস খাওয়ার পর খালি প্যাকেটটা কী করেন? ভাবছেন তো এটা কেমন প্রশ্ন? তার উত্তরই দেব। না তার উত্তর না নিয়ে একটা ভিডিও দেখাব আপনাকে।

আপনি নিশ্চয় পোটাটো চিপস খান (potato chips)! পোটাটো চিপস- আট থেকে আশি সকলেরও প্রিয়। তাই এই প্রশ্নের উত্তর না দিলেও চলবে। কিন্ত এটা বলুনতো পোটাটো চিপস খাওয়ার পর খালি প্যাকেটটা ( potato chips wrappers) কী করেন? ভাবছেন তো এটা কেমন প্রশ্ন? তার উত্তরই দেব। না তার উত্তর না নিয়ে একটা ভিডিও দেখাব আপনাকে। কিন্তু তার আগে বলুন পোটাটো চিপসের খালি প্যাকেট কী করেন। নিশ্চয় সেটা মুড়িয়ে ছুঁড়ে ফেলেদেন ডাস্টবিনে। কিন্তু তার একটু অন্যরমক ব্যবহারও এই তরুণীকে ভাইরাল (Viral Video) করে দিয়েছে নেটদুনিয়ায়।

চিপসের প্যাকেটের শাড়ি 
কিন্তু আগামী দিনে আর আপনি এমটা করবেন না। ভিডিওটি দেখলে আপনারও মনে আসতে পারে এমন একটি ইচ্ছে। যাইহোক সম্প্রতি ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে একটি ভিডিও। সেখানে এক মহিলাকে দেখা যাচ্ছে পোটাটো চিপসের প্যাকেটের শাড়ি (Saree)পরে রয়েছেন তিনি। এবার আপনি দেখে নিন ভিডিওটি। 

Latest Videos

মহিলার খেয়াল 
মহিলার খেয়াল উদ্ভট হলেও পোটাটো চিপসের প্যাকেটের একটি বুদ্ধিদীপ্ত ব্যবহার তিনি দেখিয়েছেন। তা নিয়ে ইতিমধ্যে শোলগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। অনেকেই মহিলার এই উদ্ভট খেয়ালের প্রশংসা করেছেন। অনেকেই আবার প্রবল সমালোচনা করেছেন। যাইহোক এখনও পর্যন্ত এই ভিডিওটি সাড় পাঁচ হাজারের ওপর লাইক পেয়েছ। প্রচুর মানুষ ভিডিওটি দেখছেন। শেয়ারও করেছেন অনেকে। মহিলায় ভিডিওতে বলেছেন- শাড়ি পরলে এমনই শাড়ি পরুন। নাহলে পরবেন না। আর এটিকে আমরা সকলেই মুখোরোচক খাবার হিসেবে দেখি। কিন্তু এটা থেকেও শাড়ি পরা যায়। 

নেটিজেনদের সমালোচনা
অনেকেই যেখন মহিলার তারিফ করেছেন। তেমনই অনেকে আবার তীব্র সমালোচনা করেছেন। বিশেষত যাঁরা শাড়ি পরতে ভালোবাসে। এক নেটিজেন বলেছেন তিনি শাড়ি পরতে ভালোবাসেন। তাই 
এজাতীয় ভিডিও তাঁর পছন্দ হয়নি।তিনি আরও বলেছেন, শিল্প হিসেবেই এটি নিম্নরুচির পরিচয় দেয়। মানুষ শিল্পের নাম আজকাল ভুলভাল কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury