বর্ষশেষে চাকরির বড় সুযোগ, পরীক্ষা ছাড়াই একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ LIC-র

Published : Dec 23, 2020, 02:23 PM IST
বর্ষশেষে চাকরির বড় সুযোগ,  পরীক্ষা ছাড়াই একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ LIC-র

সংক্ষিপ্ত

  বর্ষশেষে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর এলআইসিতে চাকরির বড় সুযোগ একাধিক শূন্যপদে রয়েছে নিয়োগ করতে চলেছে এলআইসি  আবেদনের শেষ তারিখ আগামী ৩১শে ডিসেম্বর

বর্ষশেষের সুবর্ণ সুযোগ। ইতিমধ্যেই চলতি বছরে একটানা লকডাউনের জেরে কাজ হারিয়েছে বহু মানুষ। তার মধ্যেই এল স্বস্তির খবর । বিশেষত চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।  দেশের সবথেকে বড় ইনস্যুরেন্স সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসিতে চাকরির বড় সুযোগ। একাধিক শূন্যপদে রয়েছে নিয়োগ করতে চলেছে এলআইসি।

 

 

হাউজিং ফিনান্স লিমিটেড বা এইচএফএলে শুরু হতে চলেছে কর্মী নিয়োগ। চলতি মাসের আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন । এলআইসির অফিশিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।


শূন্যপদের যাবতীয় বিস্তারিত তথ্য

মোট খালি পদ- ২০ টি

ম্যানেজমেন্ট ট্রেনি-  ৯ টি পদ

অ্যাসিসট্যান্ট ম্যানেজার-  ১১টি পদ

শিক্ষাগত যোগ্যতা-  প্রার্থীদের এমসিএ, বিএসসি, বিটেক বা বিই ডিগ্রি নিয়ে পাশ করলেই এই পদগুলির জন্য আবেদন করতে পারবে।

বেতন- আলাদা আলাদ পদের উপর নির্ভর করবে মাসিক বেতন। তবে এই পদে যোগ দিলে বার্ষিক বেতন  ১৪ লক্ষ টাকা হতে পারে।

PREV
click me!

Recommended Stories

সামান্য যত্নে বারান্দায় সহজে চাষ করা যায় ৭টি সবজি
কেন 'X-MAS' নামকরণ করা হয়েছে? ২৫ ডিসেম্বরেই কেন ক্রিসমাস পালন করা হয়? জানেন এই তথ্যগুলো?