বিষপান করে প্রেমকে অমর করার চেষ্টা, প্রেমিকা বাঁচলেও প্রাণ গেল প্রেমিকার

Sahajahan Ali |  
Published : Jan 07, 2020, 07:35 PM ISTUpdated : Jan 07, 2020, 08:26 PM IST
বিষপান করে প্রেমকে অমর করার চেষ্টা, প্রেমিকা বাঁচলেও প্রাণ গেল প্রেমিকার

সংক্ষিপ্ত

পরিবার মেনে না নেওয়ায় যুগলের আত্মহত্যার চেষ্টা গোয়ালতোড়ের জঙ্গলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তারা  বিষ পান করে মৃত্যু প্রেমিকার আশঙ্কাজনক প্রেমিক ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে

​প্রেম দীর্ঘদিনের, কিন্তু মেনে নেবে না যুবতীর পরিবার ৷ কারণ অপেক্ষাকৃত স্বচ্ছল তাঁরা ৷ তাই ​​প্রেমকে পরিণতি দেওয়ার রাস্তা খুঁজছিলেন যুগলে ৷ পালিয়ে বিয়ে করে পরে ফের ফিরতে হবে লোকালয়ে ৷ তাতে সমস্যা দেখা দেবে আদিবাসী সমাজে ৷ তাই শেষমেষ সিদ্ধান্ত যৌথ আত্মহত্যার ৷ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মৃত্যু হয় যুবতীর ৷আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন যুবক ৷  

 ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় ও শালবনির সীমান্তবর্তী কলাইমুড়ির জঙ্গলে। পুলিশ জানিয়েছে, আত্মহত্যার চেষ্টা করা দুই প্রেমিক যুগলের নাম সাগেন মুর্মু ও পানমনি টুডু। সাগেনের বাড়ি শালবনির কলাইমুড়িতে আর পানমনির বাড়ি বাঁকুড়ার সারেঙ্গায়।দুই জনের বাড়ি জঙ্গলের দুই প্রান্তে ৷ উভয়েরই বয়স ১৮ থেকে ২০র মধ্যে। সোমবার তাদের কলাইমুড়ির জঙ্গলে বিষ খেয়ে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা৷ তাঁরাই উদ্ধার করে প্রথমে গোয়ালতোড় গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। পরে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ 

সোমবারই  মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছিল যুবতীর ৷ তবে চিকিৎসায় রক্ষা পেয়ে গিয়েছে যুবক সাগেন৷ তবে তার জটিল পরিস্থিতি এখনও কাটেনি বলে চিকিত্সকদের দাবি ৷ তাই মেদিনীপুর হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ হাসপাতালে বিছানাতেই সে প্রেমিকার শোকে বিচলিত হয়ে উঠছে ৷ পুনরায় আত্মহত্যা করতে পারে ভেবে পরিবারের লোকেরা সবসময়ই তার পাশে রয়েছে ৷ 

হাসপাতালে শুয়ে মঙ্গলবার বিকালে সাগেন বলে- আমরা দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোবাসতাম ৷ ওর বাড়ির লোকেরা আমাদের মেনে নেবে না ৷ তাই পানমনিই বলেছিল,পালিয়ে বিয়ে করবো না ৷ বেঁচে থেকেও লাভ নেই ৷ দুজনেই আত্মহত্যা করবো ৷ সেই মতোই আত্মহত্যা করতে যাই ৷ 

PREV
click me!

Recommended Stories

২০ ডিসেম্বর বঙ্গে প্রধানমন্ত্রী, কী কী কর্মসূচি থাকছে? দেখুন কী বলছেন শুভেন্দু
৩৫ বছরের যুবকের সঙ্গে নাবলিকার বিয়ের তোড়জোড়, পরিবারের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় কনে