বাবুলের মন্তব্য়ের পাল্টা দিলেন দিলীপ, পশ্চিমবঙ্গে সুযোগ পেলে একই কাজ করব

Published : Jan 13, 2020, 03:51 PM ISTUpdated : Jan 13, 2020, 04:19 PM IST
বাবুলের মন্তব্য়ের পাল্টা দিলেন দিলীপ, পশ্চিমবঙ্গে সুযোগ পেলে একই কাজ করব

সংক্ষিপ্ত

আগে তাঁর বেফাঁস মন্তব্য়ের জন্য সরব হতেন বিরোধীরা এবার ঘরেই সমালোচনার মুখে পড়লেন বিজেপির রাজ্য় সভাপতি যদিও  দলীয় সাংসদকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি  বাবুল সুপ্রিয়র উদ্দ্য়েশ্য়ে কী বললেন দিলীপ ঘোষ 

আগে তাঁর বেফাঁস মন্তব্য়ের জন্য সরব হতেন বিরোধীরা। এবার ঘরেই সমালোচনার মুখে পড়লেন বিজেপির রাজ্য় সভাপতি। যদিও পাল্টা দলীয় সাংসদকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই বিজেপি নেতা। বাবুল সুপ্রিয়র উদ্দ্য়েশ্য়ে কী বললেন দিলীপ ঘোষ ?

১৫ তারিখে পিঠেপুলির মকর সংক্রান্তি, দক্ষিণীদের পোঙ্গল, হিন্দিভাষীদের খিচড়ি

রবিবার নদিয়ার রানাঘাটে নাগরিকত্ব আইন এবং এনআরসি-র সমর্থনে বিজেপি-র একটি সভায় অংশগ্রহণ করেন দিলীপবাবু। সেই মঞ্চ থেকেই নাগরকিত্ব আইনের প্রতিবাদে গত মাসে রাজ্য জুড়ে শুরু হওয়া তাণ্ডবের সমালোচনা করেন তিনি। খড়্গপুরের সাংসদ বলেন. 'এক কোটি অনুপ্রবেশকারী এখানে রয়েছে, তাঁরা আমার, আপনার টাকায় খাচ্ছে। অন্তত পাঁচ- ছ'শো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে একটা লাঠিও চলেনি, গুলিও চলেনি, দিদির পুলিশ কাউকে গ্রেফতারও করেনি। ভোটার বলে কিছু বলছেন না? আর দেখুন অসমে, উত্তরপ্রদেশে, কর্নাটকে এই শয়তানদের আমাদের সরকার কুকুরের মতো গুলি করে মেরেছে। কেসও দিয়েছে। এখানে এসে খাবেদাবে আর এখানকার সম্পত্তি নষ্ট করবে, জমিদারি পেয়েছো নাকি? লাঠিও মারব, গুলিও মারব, জেলেও ঢুকিয়ে রাখব। তাই করেছে আমাদের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুরোদ নেই কিছু করতে পারেন না।'

কুকুরের মতো মানুষ মেরেছে বিজেপি সরকার, দিলীপের মন্তব্যের নিন্দায় বাবুল

দিলীপ ঘোষের এই মন্তব্যেরই কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় বন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। দিলীপ ঘোষের মন্তব্যকে তাঁর ব্যক্তিগত কল্পনা বলেও দাবি করেছেন তিনি। বাবুল বলেন, 'উত্তরপ্রদেশ, অসম, কর্ণাটকের বিজেপি সরকার কখনওই মানুষকে গুলি করে হত্যা করেনি। খুবই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দিলীপদা। উনি কী বলেছেন, তার দায় বিজেপি-র নয়।'

যদিও এদিন মেদিনীপুর আদালতে হাজির হয়ে বিজেপির রাজ্য় সভাপতি বলেন, 'যার যেমন ভাবনা সে তেমন মন্তব্য করেছেন। আমি আমার দলের অবস্থান যেটা, সরকার যেটা করেছে আমি সেটাকে সমর্থন করেছি । পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে আমরা সেটাই করব।'  এ দিন খড়গপুর শহরের দু'বছর পুরনো একটি মামলায় হাজিরা দিতে হাজির হয়েছিলেন দিলীপবাবু। রামনবমী উপলক্ষে তলোয়ার হাতে রাস্তায় বেরিয়ে ছিলেন। তাই তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছিল। সোমবার সেই মামলা থেকে ১০০০ টাকার বন্ডে নিষ্কৃতি পান তিনি।

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু