মমতা-কে পাল্টা দিলীপের, মোদীর সফরের আগেই সিএএ সমর্থনে স্বাক্ষর সংগ্রহ

Sahajahan Ali |  
Published : Jan 04, 2020, 07:42 PM IST
মমতা-কে পাল্টা দিলীপের, মোদীর সফরের আগেই সিএএ সমর্থনে স্বাক্ষর সংগ্রহ

সংক্ষিপ্ত

সিএএ সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহ শুরু পশ্চিম মেদিনীপুরের খড্গপুর শহর থেকে এই ক্যাম্পেন শুরু হল  নিজের হাতে স্বাক্ষর করে তা শুরু করলেন দিলীপ ঘোষ  মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে এই প্রক্রিয়া সফল করার ডাক দিলেন দিলীপ ঘোষ 

এদিন দিলীপ ঘোষ বলেন- ভুতের ভয় আর এনআরসি ও সিএএ ভয় একই ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী এই আইনকে ভূতের মতো ভয় পাচ্ছেন  ৷ তাই এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিরোধ করার চেষ্টা করছেন ৷ মানুষ বোঝের তাই মানুষ নিজেরাই এই দুই আইনের সমর্থনে স্বাক্ষরে হাজির হচ্ছেন ৷ দিদি-র কথা যে শুনবেন তিনিই ভুগবেন ৷
এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন- ওই লোকটার কথার কোনো দাম নেই ৷ মানুষ ওনার ও ওনার দলের প্রতি ঘৃনা উগরে দিচ্ছেন সমভাবে ৷ তাই পরপর ভোটের ফলে প্রভাব দেখা যাচ্ছে ৷ মনে রাখবেন ওনারা যাই করুন, সেটাই হবে যেটা মানুষ ও দিদি চাইছেন ৷ মোদীর কথা শুনে কয়েকবারই ঠকেছেন মানুষ , আর শুনবেন না ৷ 

PREV
click me!

Recommended Stories

লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ বিধাননগর পুলিশ কমিশনারেটের
'বাংলার ফুটবল ইতিহাসে আজ কলঙ্কময় দিন', যুবভারতীর ঘটনায় তীব্র নিন্দা সুকান্তর