অমাবস্যায় সমুদ্রে ভরা কোটাল, বিরল ঘটনার সাক্ষী থাকল দিঘা

  • অমাবস্যায় সমুদ্রে ভরা কোটাল
  • ঢেউ আছড়ে পড়ল উপকূলে
  • বিরল ঘটনা ঘটল দিঘায়
  • সাক্ষী থাকলেন গুটিকয়েক পর্যটক

Asianet News Bangla | Published : Jul 20, 2020 5:37 PM IST

সঞ্জীব কুমার দুবে, পূর্ব মেদিনীপুর:  পূর্ণিমা নয়, অমাবস্যায় ভরা কোটাল! বড় বড় ঢেউ আছড়ে পড়ল উপকূলে। দিঘায় বিরল ঘটনা সাক্ষী থাকলেন হাতে গোনা কয়েকজন পর্যটক।

আরও পড়ুন: 'ডাক এলেই পৌঁছে যাব', শরীরে করোনার ভ্যাকসিন পরীক্ষার আবেদন বীরভূমের শিক্ষকের

এ রাজ্য়ের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিঘা। কলকাতা থেকে দূরত্বও খুব বেশি নয়। সপ্তাহান্তে কিংবা ছুটির দিনে তো বটেই, বছরভর পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে মানুষের ভিড় লেগে থাকত।  কিন্তু ঘটনা হল, করোনা আতঙ্কে এখন দিঘায় পর্যটকদের দেখা মেলাই ভার। লকডাউনের বাজারে প্রায় তিনমাস পর্যটক আনাগোনা জারি ছিল নিষেধাজ্ঞা। তবে করোনা আতঙ্কের মাঝেই ফের ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পর্যটন। গত মাসের শুরু দিকে দিঘায় ৩০ শতাংশ হোটেলে খোলার সিদ্ধান্ত নেয় হোটেলমালিকরা। 

আরও পড়ুন: লকডাউনের জেরে কর্মহীন স্বামী, সংসারের হাল ধরতে টোটো নিয়ে রাস্তায় নামলেন স্ত্রী

এদিকে আনলক পর্বে রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে আরও। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফলে হোটেল খোলা থাকলেও দিঘায় পর্যটকদের ভিড় নেই বললেও চলে। হাতে গোনা কয়েকজন ঘুরতে এসেছেন। এরইমধ্যে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। সাধারণভাবে পূর্ণিমায় সমুদ্র ভরা কোটাল আসে। চাঁদনি রাতে জোয়ার-ভাটা খেলে সমুদ্রে বিপুল জলরাশিতে। কিন্তু এবার সেই ঘটনা ঘটল অমাবস্যায়! সাক্ষী থাকলেন হাতেগোনা কয়েকজন পর্যটক।

Share this article
click me!