দুর্ঘটনার পরই দাউ দাউ করে জ্বলে উঠল পণ্য বোঝাই লরি, জাতীয় সড়কে মৃত ১

Published : Sep 04, 2020, 12:42 PM IST
দুর্ঘটনার পরই দাউ দাউ করে জ্বলে উঠল পণ্য বোঝাই লরি, জাতীয় সড়কে মৃত ১

সংক্ষিপ্ত

মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরে জাতীয় সড়কে পণ্য়বাহী লরির নীচে বাইকে ঢুকে বিপত্তি দুর্ঘটনার পরই দাউ দাউ করে জ্বলে উঠল লরি ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য  

সঞ্জীব কুমার দুবে, পূর্ব মেদিনীপুর- ১১৬বি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। দুর্ঘটনার পরই দাউ দাউ করে জ্বলে ওঠে পণ্য়বাহী ট্রাক। পূর্ব মেদিনীপুরে কোস্টাল থানা এলাকায় জাতীয় সড়কের উপর এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।

জানাগেছে, দিঘা কোস্টাল থানা এলাকার ফতেপুরে ১১৬বি জাতীয় সড়কের উপর পণ্য়বাহী লরিতে ধাক্কা মারে একটি বাইক। দুর্ঘটনাটি এতটাই মর্মান্তিক ছিল যে, লরির চাকার তলায় ঢুকে যায় বাইক। এরপর লরি ওই বাইকটিকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। কিছুদূর যাওয়ার পর বাইকের ঘর্ষণের ফলে আগুন লেগে যায়। এরপরই লরিটি দাউ দাউ করে জ্বলে থাকে। বাইক আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

পণ্যবাহী ট্রাকে আগুন লাগার কারনে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফতেপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিঘা কোস্টাল থানার পুলিশ ও দমকল বাহিনী। তড়িঘড়ি লরির আগুন নেভানোর চেষ্টা করে দমকল। ঘটনার জেরে জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে।   

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ বিল নিয়ে মমতাকে বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বলছেন তিনি
'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর