পশ্চিম মেদিনীপুরে করোনা পজেটিভ নার্স,আতঙ্কে তড়িঘড়ি সিল নার্সিংহোম

Published : May 10, 2020, 03:46 PM IST
পশ্চিম মেদিনীপুরে করোনা পজেটিভ নার্স,আতঙ্কে তড়িঘড়ি সিল নার্সিংহোম

সংক্ষিপ্ত

পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমণের শিকড় ছড়াল আরও  করোনা সংক্রমণের শিকার হলেন নার্সিংহোমের নার্স কোয়ারেন্টাইনে পাঠিয়ে পুরোপুরি সিল করা হল নার্সিংহোম

পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমণের শিকড় ছড়াল আরও। নার্সিংহোমে ভর্তি হওয়া এক বৃদ্ধের হার্টের চিকিৎসা করতে গিয়ে করোনা সংক্রমণের শিকার হলেন ওই নার্সিংহোমের নার্স। আরও অন্যান্য কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে পুরোপুরি সিল করা হল নার্সিংহোম।

১ মে জেলার ক্ষীরপাইয়ের এক বৃদ্ধ হার্টের সমস্যা নিয়ে মেদিনীপুর শহরের নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। একদিন সেখানে থাকার পর পরিস্থিতি বেগতিক মনে হওয়ায় কলকাতায় গিয়েছিলেন। সেখানে পজিটিভ ধরা পড়ে। গত মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর ওই নার্সিংহোমকে আংশিক বন্ধ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। কোয়ারেন্টাইন করা হয় ওই নার্সিংহোমের নার্স ও চিকিৎসকদের। 

শনিবার কোয়ারেন্টাইনে থাকা ওই নার্সদের একজনের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপরই উদ্বেগ বেড়ে যায় স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের। শনিবার রাতেই ওই নার্সিংহোমটি আর আংশিক নয়, পুরোপুরি সিল করার নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। সেই সঙ্গে আক্রান্ত নার্স মেদিনীপুর শহরের যে মেসে থাকতো সেটিকেও প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেয়। ওই নার্সিংহোম থেকে মেদিনীপুর শহরে আরও করোনা সংক্রমণ ছড়িয়েছে বলেই মনে করছে স্বাস্থ্য দপ্তর।

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: বঙ্গে ফের শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবির! শুভেন্দুর উপস্থিতিতেই বিজেপিতে বড় যোগদান
বর্ষবরণের রাতে দিঘায় ঘুরে বেড়াবে প্রমোদ তরী, বিচ উৎসবে ঘিরে উন্মাদনা বাড়বে পর্যটকদের