ফের শুরু হবে মিড ডে মিল বিলি, আগেই স্যানিটাইজেশনের প্রক্রিয়া চালু স্কুলে

  • পশ্চিম মেদিনীপুরে মিড ডে মিল-এর বিলির প্রক্রিয়া শুরু
  •  বিদ্যালয়গুলিকে জীবাণুমুক্তকরণ শুরু করল প্রশাসন
  • শীঘ্রই সরকারি স্কুলে দেওয়া হবে মিড ডে মিলের চাল-আলু 

রাজ্যের অন্যান্য বিদ্যালয়গুলির সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সরকারি বিদ্যালয়গুলিতে মিড ডে মিল-এর চাল ও আলু বিলির প্রক্রিয়া শুরু হচ্ছে পুনরায়। তার আগে করোনা আবহে থাকা বিদ্যালয়গুলিকে জীবাণুমুক্তকরণ শুরু করল প্রশাসন।

রাজ্য প্রশাসনের নির্দেশে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দেওয়া ফরমান অনুসারে,১ জুন থেকে ৬ জুন পর্যন্ত পড়ুয়াদের মিড ডে মিলের চাল আলু দেওয়া হবে। এবার মিড ডে মিলে দু কেজি চাল দু কেজি আলু দেওয়া হবে প্রতি ছাত্র-ছাত্রী পিছু। তাই ২৮ মে থেকে বিদ্যালয়গুলির জীবাণুমুক্তকরণ এর উদ্যোগ শুরু হয়েছে। 

Latest Videos

অন্যান্য এলাকার সঙ্গে মেদিনীপুরের পৌরসভার অন্তর্গত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে জীবাণুমুক্তকরণ এ রাসায়নিক স্প্রে শুরু হয়েছে।১ জুনের আগেই সেই কাজ সম্পন্ন হবে বলে কর্মীরা জানিয়েছেন। মেদিনীপুর সদর মহকুমা শাসক দীননারায়ন ঘোষ জানিয়েছেন-" চাল আলু বিলি করার আগে জীবাণুমুক্তকরণ শুরু হয়েছে সমস্ত বিদ্যালয়ে। শিক্ষক ও সকলের নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ।"

অন্যান্যবারের মতো এবারও বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীরা যাতে না উপস্থিত হয় সে বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। ২৮ জুন থেকেই অভিভাবকদের কাছে খবর দিয়ে দেওয়া হয়েছে বিদ্যালয়গুলির পক্ষ থেকে। বিদ্যালয়ের দেওয়া নির্দিষ্ট দিনে ৬ জুনের মধ্যে চাল ও আলু সংগ্রহ করবেন অভিভাবকেরা।

Share this article
click me!

Latest Videos

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল
'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
TMC News : অখিল গিরিকে দেখে 'চোর-চোর' স্লোগান তৃণমূলের অপর গোষ্ঠীর | Bangla News
কাঁপছে কালীঘাট! থানায় ঢুকে খেল দেখালেন শুভেন্দু! মমতার বিরুদ্ধে বিরাট পদক্ষেপ | Suvendu Adhikari
জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News