মন্ত্রিত্ব ছাড়ার পর আজ শুভেন্দুর প্রথম সভা মহিষাদলে, তাঁকিয়ে সারা বাংলা

  • মন্ত্রিত্ব ছাড়ার পর রবিবার মহিষাদলে শুভেন্দুর প্রথম সভা  
  • শনিবার দিনভর কাঁথির বাড়িতে কাটিয়ে দিলেন শুভেন্দু অধিকারী 
  • কারও সঙ্গেই দেখা করেননি তিনি, কথা বলেননি কারও সঙ্গে 
  • অথচ তাঁকে নিয়ে আলোচনায় সামিল বিরোধি দলের সদস্যরা 

Asianet News Bangla | Published : Nov 29, 2020 6:12 AM IST / Updated: Nov 29 2020, 11:45 AM IST


মন্ত্রিত্ব ছাড়ার পর রবিবার মহিষাদলে শুভেন্দুর প্রথম সভা। সদ্য প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিত বয়ালের স্মরণসভায় বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। এই সভা নিয়ে নানা রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। তাই মন্ত্রিত্ব ছাড়ার পর বিশেষ গুরুত্ব পেতে চলেছে শুভেন্দুর মহিষাদলের এই সভা। 

আরও পড়ুন, শুভেন্দু কি বিজেপিতে, কী বার্তা দিলেন দিলীপ


 এখানেই থাকে শুভেন্দুর পরিবার

শনিবার প্রায় দিনভর কাঁথির বাড়িতেই কাটিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। কারও সঙ্গেই দেখা করেননি তিনি। কথা বলেননি বাইরে কারও সঙ্গে। শনিবার থমেথমে ছিল কাঁথির রাজনৈতিক আবহাওয়া। এখানেই থাকে শুভেন্দুর পরিবার। শুভেন্দু ঘনিষ্ঠদের দাবী, শুক্রবার রাতে বাড়ি ফিরেছিলেন তিনি। মায়ের অসুস্থতার কারণে আর বাইরে বেরোননি। বাড়ির বাইরে সশস্ত্র রক্ষী বরবরের মতো ঘোরাঘোরি করতে দেখা গিয়েছে। তবে শনিবার কাউকেই যাতায়াত করতে দেখা যায়নি।

আরও পড়ুন, কো-ভ্যাকসিনের প্রথম ডোজ নেবেন ফিরহাদ, সাজো সাজো রব নাইসেডে

 
বাকী কথা বলবে  শুভেন্দুর এই বিশেষ সভা

রাজ্য-রাজনীতিতে 'শুভেন্দু' নামের প্রশ্নের ঝড় উঠেছে। তখন সেই শুভেন্দুই পুরো চুপ। কী অপেক্ষা করছে, কেউ জানে না। শুধু অনুমানের বশবর্তী হয়ে একের পর এক আলোচনায় সামিল হচ্ছে শাসক দল-বিরোধি দলের সদস্যরা। তবে বাকী কথা বলবে রবিবার মহিষাদলের শুভেন্দুর এই বিশেষ সভা।

 

আরও পড়ুন, শীতে গেলেই হয় 'গড়চুমুক', রইল কলকাতার কাছে সেরা ৫ ঘুরতে যাওয়ার ঠিকানা

Share this article
click me!