শীতে গেলেই হয় 'গড়চুমুক', রইল কলকাতার কাছে সেরা ৫ ঘুরতে যাওয়ার ঠিকানা
First Published Nov 28, 2020, 5:38 PM IST
শহরে শীতের আমেজ। চটপট ব্যাগ গুছিয়ে এখনই বেরিয়ে পরুন পরিবার নিয়ে বা বন্ধুরা মিলে ঘুরে আসুন কলকাতার কাছেই অন্যতম সেরা জায়গাগুলিতে। একেতো শীতের সময় এই জায়গাগুলি ফুলে ফুলে ভরে ওঠে। তাই অল্প খরচে অপরুপ সাজ দেখে আসুন, বছরের শেষটা কাটান একটু অন্যভাবে। তাহলে এবার চোখ রাখুন, ঘুরে আসা যাক এই ঠিকানায়।

গাদিয়ারা থেকে মাত্র ২৩ কিমি দূরেই গড়চুমুক। নদীর কোল ঘেষে শহর থেকে সরে এসে বেশ ভালই লাগবে। পাখিদের কিচিরমিচিরে ভরা গড়চুমুক পর্যটন কেন্দ্র ও গড়চুমুক ইকোটুরিজমে গেলে পয়সা উসুল। এখানে আপনি প্রচুর হরিণ দেখতে পাবেন।

গড়চুমুকে গেলে গাদিয়ারা ও গেঁওখালি যাবেন না, তা কি হয়। আসলে গাদিয়ারা ও গেঁওখালি দুই যমজ নদী। এখানেও ভীড় পাবেন না। সপ্তাহান্তে নিজেদের অন্যভাবে ফিরে পেতে কাপল কিংবা পরিবারের ঘোরার জন্য অনবদ্য। এটিও কলকাতা থেকে মোটেই দূরে নয়।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন