শাজাহান আলি, মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতেই কি ঘটল বিপত্তি? করোনা আক্রান্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা। সংক্রমণ ধরা পড়েছে তাঁর গাড়ির চালক ও নিরাপত্তারক্ষীরও। আপাতত কলকাতার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছে বিধায়ক।
আরও পড়ুন: চন্দননগরের আলোকসজ্জায় এবার ফুটে উঠবে কোভিড যোদ্ধাদের চিত্র, দেখা মিলবে কলকাতার পুজোয়
করোনা আতঙ্কের মাঝেই দু'দিনের সফরে জঙ্গমহলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ অক্টোবর পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন খড়গপুরে। সেই বৈঠকে হাজির ছিলেন কেশপুরের বিধায়ক শিউলি সাহাও। জানা গিয়েছে, দিন কয়েক আগে সামান্য জ্বর আসে তাঁর। ওষুধ খেয়ে সেরে উঠেছিলেন, পরে ৯ অক্টোম্বর মেদিনীপুর শহরের আয়ুশ হাসপাতালে করোনা পরীক্ষার করান বিধায়ক। পজিটিভি রিপোর্ট আসে রবিবার রাতে।
আরও পড়ুন: পুজো শেষে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা, ব়্যাপিড টেস্ট বাড়ানো হল পুরুলিয়ায়
আরও পড়ুন: প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গতি, পুজোর আগেই ফিরতে পারে আমফানের স্মৃতি
এদিকে ৯ তারিখই আবার মেদিনীপুর শহরে একটি সাংবাদিক সম্মেলন ছিল তৃণমূল জেলা নেতৃত্বের। হাসপাতালে নমুনা পরীক্ষা করতে পর যথারীতি সেই সাংবাদিক সম্মেলনে যোগ দেন বিধায়ক শিউলি সাহাও। ফলের আতঙ্ক ছড়িয়েছে শাসকদলের অন্দরেও। করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত দলের জেলা সভাপতি অজিত মাইতি-সহ আরও অনেকেই।