জনসংযোগ বাড়াতে চিঠি হাতিয়ার, সাংসদ অফিসের উদ্বোধন করলেন দেব

Published : Jan 22, 2020, 07:50 PM ISTUpdated : Jan 22, 2020, 08:09 PM IST
জনসংযোগ বাড়াতে চিঠি হাতিয়ার,  সাংসদ অফিসের উদ্বোধন করলেন দেব

সংক্ষিপ্ত

জনসংযোগ বাড়াতে উদ্যোগী হলেন সাংসদ দেব  ঘাটালে সাংসদ কার্যালয়ের উদ্বোধন করলেন তিনি  মানুষের অভাব অভিযোগ শোনার রাস্তা তৈরি করলেন  ইমেল ছেড়ে চিঠি দেওয়ার জন্য বক্সের ব্যবস্থা করলেন দেব    

দ্বিতীয় দফায় জেতার পরে মানুষের সঙ্গে থাকা ফাঁক মেটাতে উদ্যোগী হলেন সাংসদ দেব ৷ বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে একটি সাংসদ কার্যালয়ের উদ্বোধন করে মানুষের অভাব অভিযোগ শোনার রাস্তা তৈরি করলেন তিনি ৷ মানুষের ইমেল, ম্যাসেজ নয়, লেখা  চিঠি দেওয়ার জন্য বক্সের ব্যবস্থা করলেন ৷ মানুষ যাতে সাংসদের শংসাপত্র পেতে পারে তার স্থায়ী কেন্দ্র তৈরি করলেন তিনি ৷ 

ঘাটালের তারকা সাংসদ দেব তথা দীপক অধিকারী জয়লাভ করার পরে বেশিরভাগ সময় কলকাতায় থাকেন ৷ তাই বহু মানুষ প্রয়োজন হলে তাদের অভাব অভিযোগ সহ সংশাপত্র নিতে তাঁর প্রতিনিধি তথা স্থানীয় ঘাটালের বিধায়ক শংকর দোলই ও ডেবরাতে অলোক আচার্য-র দ্বারস্থ্ হতেন ৷ সেখানে গিয়ে যথাযথ সমস্যার সমাধান হতো না বলেই দাবি বাসিন্দাদের ৷ তাই সরাসরি দেব- এর সঙ্গে এলাকার ও নিজেদের সমস্যা নিয়ে কথা বলার দাবি ছিল দীর্ঘদিনের ৷ 

সেই মতো বুধবার পশ্চিম মেদিনীপুরের দুটি স্থানে একই ধরনের সাংসদ কার্যালয়ের উদ্বোধন করলেন দেব ৷ প্রথমটি ঘাটাল পৌরসভার অন্তর্গত ১৭ নং ওয়ার্ডে ৷ স্থানীয় একটি বিল্ডিং-এর তিনতলাতে এই কার্যালয় করা হয়েছে ৷ যেখানে মিটিং হল , চিঠি বাক্স, কথা বলার অফিস রয়েছে ৷ এরপর একই রকম আরও একটি অফিসের উদ্বোধন করা হয়েছে ডেবরাতে ৷ যেখানে আগে একটি অফিস থাকলেও সেটি বাতিল করে পাশেই একটি নতুন বিল্ডিংয়ে আরও একটি অফিসের উদ্বোধন করা হয়েছে ৷ অফিসগুলিতে থাকবে নিজের সই করা প্যাড, যা বাসিন্দাদের প্রয়োজনে ব্যাবহার করা হবে ৷ কারও কোনো অভিযোগ বা কথা বলার দরকার থাকলে সেখানে রাখা বক্সে লিখিত জমা করবেন ৷ সেই মতো তাদের প্রয়োজন নিয়ে দু-মাসে একবার এসে নিজে হাতে সমাধানের উদ্যোগ বা কথা বলবেন মানুষের সঙ্গে ৷ 

এদিন ঘাটালের দাসপুরে একটি বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবেও যোগদান করেন দেব ৷ এদিন কার্যালয় উদ্বোদন করে দেব বলেন,মানুষের সঙ্গে একটা ফাঁক থাকছিলই ৷ সেটা কমাতে ও তাদের কথা শুনতে এখানে স্থানীয় কার্যালয় খোলা হল ৷ নিয়মিত এসে তাদের চিঠি নিয়ে বসব, ডেকে কথা বলব ৷ তাদের সমাধানের উদ্যোগ নেব৷  তারকা নয়, তাদের ঘরের ছেলে হয়ে কথা শোনার জন্য বসব ৷

PREV
click me!

Recommended Stories

সুপ্রিম হস্তক্ষেপে দেশে ফিরেছেন অন্তসত্ত্বা সোনালী, মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বিস্ফোরক মন্তব্য
Today live News: 8th Pay Coommission - অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট