প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন,গ্রেফতার প্রেমিক ও স্ত্রী

  • গলার নলি কেটে খুন করা হয়েছিল বৃন্দাবন সরকারকে
  • তদন্তে ধরা পড়ে স্ত্রীর যোগ
  • পুরনো প্রেমিককে নিয়ে সংসার করতেই খুন স্ত্রী-প্রেমিকের
  • তদন্তের পরে গ্রেফতার করা হয় স্ত্রী ও প্রেমিককে 
Sahajahan Ali | Published : Jan 8, 2020 6:57 PM

​ ​​মঙ্গলবার সকালে নিজের বাড়ির উঠোনে গলার নলিকাটা অবস্থায় উদ্ধার হয়েছিল এক ব্যাক্তি ৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার রামজীবনপুরে ঘটনাটি ঘটেছিল৷ পুলিশ তদন্তে নেমে গ্রেফতার করলো স্ত্রী ও তার প্রেমিককে ৷ বুধবার ঘাটাল আদালতে তোলা হলে তাদের ৫ দিনের জেল হেপাজতে পাঠানো হয় ৷ পুরনো প্রমিককে নিয়ে জীবন কাটাতে স্বামীকে খুন করেছিলেন এক কণ্যা সন্তানের মা ৷ 

মঙ্গলবার সকালে রামজীবনপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃন্দাবন সরকার(৪১) এর গলাকাটা দেহ উদ্ধার হয়েছিল তাঁরই বাড়ির উঠোনে ৷ রাতে স্ত্রী সীমা ও একবছরের কণ্যা সন্তানের সঙ্গে বাড়ির ভেতরে ঘুমিয়েছিলেন বৃন্দাবন বাবু ৷ পেশায় রঙের মিস্ত্রি বৃন্দাবন কিভাবে খুন হলেন তা নিয়ে স্ত্রীও ধন্দ প্রকাশ করেছিলেন ৷ শেষমেষ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে সুত্র পেয়েছিল পুলিশ ৷ মঙ্গলবার রাতেই আটক করা হয়েছিল স্ত্রীকে ৷ বুধবার গ্রেফতার হয় প্রেমিক ও স্ত্রী সীমা ৷ 

Latest Videos

 

জানা গিয়েছে, রামজীবনপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সীমা সরকারের সঙ্গে বৃন্দাবনের বিয়ে হয়েছিল তিনবছর আগে ৷ বিয়ের আগে থেকেই প্রতিবেশী যুবক সেখ সামেদ আলির সঙ্গে প্রেম ছিল সীমার ৷ বিয়ের পরেও সেই সম্পর্কে ছেদ পড়েনি ৷ এক কণ্যা সন্তান থাকলেও প্রেমিকের সঙ্গে সম্পর্ক চলছিল ৷ সম্প্রতি তা প্রকাশ্যে আসে ৷ এরপর এই বিষয় নিয়ে স্বামীর সঙ্গে গন্ডগোল চলছিল সীমার ৷ তা থেকেই পথের কাঁটা সরাতে স্বামীকে প্রেমিকের সহযোগীতা নিয়ে গলা কেটে খুন করেছিল সীমাই ৷ 

 

পুলিশ মঙ্গলবার রাতে সীমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারে ৷ তারপরে গ্রেফতার করা হয় সামেদ আলিকে ৷ দুজনকেই বুধবার গ্রেফতার করে তোলা হয় ঘাটাল মহকুমা আদালতে ৷ সেখানে বিচারক তাঁদের পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ৷ 

Share this article
click me!

Latest Videos

Firhad Hakim ও Siddiqullah Chowdhury-র আসল মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! দেখুন
লাভবান হওয়ার লোভ দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা! তারপর যা হলো | Bidhannagar News | Kolkata News
বন্ধ ঘর থেকে এ কী বের করলো পুলিশ! লোমহর্ষক ঘটনা Barasat-এ | North 24 Parganas News Today
Mamata Banerjee Live: ভারতে ফেরা মৎস্যজীবীদের বিশেষ উপহার মমতার, দেখুন সরাসরি
নিজের জন্য কাঁচের প্রাসাদ বানাতে পারতাম, করিনি! দেশবাসীদের জন্য স্থায়ী বাড়ি দিয়েছি : PM Modi