'দোস্তি' শেষ, ট্রেনের পর বন্ধ হওয়ার পথে লাহোর-দিল্লি বাস পরিষেবা

  • আগে বন্ধের  সিদ্ধান্ত নেওয়া হয়েছিল থর এক্সপ্রেস
  • প্রাথমিকভাবে সমঝোতা এক্সপ্রেসও স্থগিত রাখা হয় বলে খবর
  • এবার বন্ধের পথে লাহোর-দিল্লি বাস পরিষেবা
  • ভারতের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে পাকিস্তান
Indrani Mukherjee | Published : Aug 10, 2019 7:48 AM IST

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিলে এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণার পর বেজায় ক্ষুব্ধ পাকিস্তান।  কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের কারণে পাকিস্তানের তরফ থেকে তা 'বেআইনি' বলে ঘোষণা করা হয়েছিল। আর তারপর থেকেই এক এক করে ভারতের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে এগোচ্ছে পাকিস্তান। 

এর আগে থর এক্সপ্রেস এবং সমঝোতা এক্সপ্রেস-এর পরিষেবা বন্ধ করে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল, পরে অবশ্য নির্ধারিত সময়ের চেয়ে খানিকটা দেরিতেই  পাকিস্তানের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছিল সমঝোতা এক্সপ্রেস। তবে ট্রেনের পর এবার বাস। 

Latest Videos

এবার বন্ধের পথে দিল্লি-লাহোর বাস পরিষেবা 'দোস্তি'। পাকিস্তানের এক মন্ত্রীর তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। বুধবার পাকিস্তানের জাতীয় সুরক্ষা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের যোগাযোগ ও ডাক পরিষেবা মন্ত্রী মুরাদ সঈদ।

প্রসঙ্গত, দিল্লি-লাহোর 'দোস্তি' বাস পরিষেবা শুরু হয় ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু ২০০১ সালের সংসদ হামলার পরে তা বন্ধ হয়ে যায়। পরে ফের ২০০৩-এর জুলাইয়ে পুনরায় চালু হয় ওই পরিষেবা। 

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের