ফের ভারতের কাছে হারল পাকিস্তান! স্থগিত কুলভূষণের মৃত্যুদণ্ড

  • আন্তর্জাতিক ক্ষেত্রে বড় জয় ভারতে
  • ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-এর রায় গেল ভারতের পক্ষেই
  • মৃত্যুদণ্ডের রায়কে পুনর্বিবেচনা করার নির্দেশ দিল ন্যায় আদালত
  • তবে প্রতিকার হিসেবে ভারতের দেওয়া প্রস্তাবগুলি খারিজ হয়েছে

 

আন্তর্জাতিক ক্ষেত্রে বড় জয় পেল ভারত। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস-এর রায় গেল ভারতের পক্ষেই। বুধবার নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক আদালত কুলভূষণের বিরুদ্ধে আনা অভিযোগ ও তাঁর মৃত্যুদণ্ডের রায়কে পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে। এর আগে ভারতের হয়ে গুপপ্তচরবৃত্তির অভিযোগে পাক আদালত কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল।

দক্ষিণ এশিয়ার আইনি পরামর্শদাতা রীমা ওমর এদিন টুইট করে জানান, ভারতের দাবিই মেনে নিয়েছে আন্তর্জাতিক আদালত। ভারতের দাবি মতো পাকিস্তানকে আদালত কনসুলার অ্যাকসেস ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে একই সঙ্গে, কুলভূষণ কাণ্ডে প্রতিকার হিসেবে ভারত যে সব প্রস্তাব দিয়েছিল, তার প্রায় সবকটিই নাকচ করে দিয়েছে ন্যায় আদালত।

Latest Videos

আদালত জানিয়েছে, আটক অবস্থায় কুলভূষণের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদের দেখা করতে না দিয়ে ভারতকে বঞ্চিত করেছে পাকিস্তান। একি সঙ্গে তাঁকে আইনি সহায়তা গ্রহণের সুযোগও দেওয়া হয়নি। এর ফলে ভিয়েনা কনভেনশন-এ দায়বদ্ধতাগুলি উল্লঙ্ঘন করেছে পাকিস্তান।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Protest : হোলির সন্ধ্যায় হামলার প্রতিবাদে উত্তাল তমলুক, পথে শুভেন্দু | Holi 2025
শোকজ হওয়ার পরও কী শুভেন্দুকে ঠুসে দিতে চান? দেখুন কী বলছেন হুমায়ুন কবির
Nadia News: মেয়েকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে এই পরিণতি করল বাবা! আতঙ্কে Nadia-র ধুবুলিয়া এলাকা
‘West Bengal-এ রাজনীতির নামে কলুষতা করা হচ্ছে!’ TMC-BJP-কে একহাত নিলেন Sujan Chakraborty
Amritsar Latest Update : প্রমাণ CCTV-তে, অমৃতসরের মন্দিরে মধ্যরাতে হামলা, তদন্তে পুলিশ