ভারতীয় পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা, পাকিস্তানে প্রবেশে লাগবে না পাসপোর্টও

  • কর্তারপুর করিডরে শিখ পুণ্যার্থীদের জন্য বড় ঘোষাণা পাক প্রধানমন্ত্রীর
  • পুণ্যার্থীদের সীমান্ত অতিক্রম করার সময় পাসপোর্ট আনার প্রয়োজন নেই
  • পুণ্যার্থীদের লাগবে না পাকিস্তানে ঢোকার জন্য প্রবেশ মূল্য 
  • পাক প্রধানমন্ত্রীর ঘোষণায় উচ্ছ্বসিত শিখ পুণ্যার্থীরা 
     
Tamalika Chakraborty | Published : Nov 1, 2019 7:03 AM IST

কর্তারপুর করিডরের শিখ পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। গুরু নানকের ৫৫০ তম জন্মদিন উপলক্ষে পাকিস্তানের নানাকানা সাহিবের উদ্দেশে যেতে গেলে কোনও পাসপোর্ট লাগবে না। উপযুক্ত পরিচয়পত্র থাকলে তাঁরা অনায়াসে পাকিস্তানের অভ্যন্তরে কর্তারপুর করিডরে প্রবেশ করতে পারবেন। এই কর্তারপুর করিডরে প্রবেশ করতে গেলে  পাক নিয়ম অনুযায়ী ১০ দিন আগে থেকে নাম নথিভুক্ত করতে হয়। সেটাও করতে হবে না বলে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন। পাকিস্তানকে ২০ মার্কিন ডলার অর্থাৎ ১৪০০ টাকা প্রবেশমূল্য দেওয়ার প্রয়োজন নেই বলেও পাক প্রধানমন্ত্রীর তরফে জানানো হয়েছে। 

বৃহস্পতিবার ওয়াঘা সীমান্ত অতিক্রম করে ১,১০০ জন শিখ পুণ্যার্থী পাকিস্তানের নানাকানা সাহিবের কাছে গিয়েছেন বলে পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে। পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে, গুরু নানকের ৫৫০ তম জন্মদিবস উপলক্ষ্যে শিক্ষ পুণ্যার্থীরা একটা সোনার পালকিও  সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করেছে। তবে সোনার পালকির জন্য অতিরিক্ত কর আদায় করা হয়েছে বলেও পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে। পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুণ্যার্থীদের জন্য আলাদা করে চিকিৎসাকেন্দ্র, খাবার ব্যবস্থা ও যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। ১২ নভেম্বর গুরু নানকের ৫৫০ তম জন্মদিবস উপলক্ষ্যে পাক প্রধানমন্ত্রী ইমরান খান কর্তারপুর করিডরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 

Latest Videos


গুরু নানকের ৫৫০ তম জন্মদিবস উপলক্ষে পাকিস্তানের নানকানা সাহিবের উদ্দেশে রওনা দেন ভারতের প্রথম পুণ্যার্থীর একটি দল। ভারতের পুণ্যার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পাকিস্তানের নানাকানা সাহিবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন । পঞ্জাবের মুখ্যমন্ত্রী গোটা ঘটনার ওপর নজর রাখছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন। কর্তারপুর করিডর উদ্বোধনে  পাকিস্তানের তরফে  নভজোৎ সিং সিধুকে কর্তারপুর করিডরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে। এক বিবৃতিতে নভজোৎ সিং সিধু সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। 

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today