পাকিস্তানের ধুসর তালিকা থেকে বাদ পড়া নিয়ে ভারতের উদ্বেগ

পাকিস্তানের  ধুসর তালিকা থেকে বাদ  পড়া নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।এ বিষয়ে তিনি বলেন, “আমরা বুঝতে পারছি যে পাকিস্তান তার অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) / কাউন্টার টেরর ফাইন্যান্সিংকে আরও উন্নত করতে এশিয়া প্যাসিফিক গ্রুপগুলির সঙ্গে এখন থেকে  অন মানি লন্ডারিং (এপিজি) এর কাজ করবে।" 

পাকিস্তানের  ধুসর তালিকা থেকে বাদ  পড়া নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।তিনি প্যারিসে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) প্লেনারির পরিপ্রেক্ষিতে,  পাকিস্তান সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ  আপডেট সমন্ধে আগে থেকেই  অবগত ছিলেন।এফএটিএফ এর ধূসর তালিকা থেকে পাকিস্তানের প্রস্থানের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায়, অরিন্দম বাগচি বলেন, “আমরা বুঝতে পারছি যে পাকিস্তান তার অ্যান্টি মানি লন্ডারিং (এএমএল) / কাউন্টার টেরর ফাইন্যান্সিংকে আরও উন্নত করতে এশিয়া প্যাসিফিক গ্রুপগুলির সঙ্গে এখন থেকে  অন মানি লন্ডারিং (এপিজি) এর কাজ করবে। 

প্রসঙ্গত উল্লেখযোগ্য , ধূসর তালিকা হলো  ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) দ্বারা নির্মিত একটি বিশেষ  তালিকা যেখানে  বিশেষত যে  দেশগুলি  সন্ত্রাসবাদী  কার্যকলাপে অর্থসাহায্য করে থাকে তাদের নাম লেখা হয় । বিগত ৪ বছর ধরে এই তালিকার শীর্ষে ছিল পাকিস্তান। কিন্তু সম্প্রতি তাদের এক যুগান্তকারী সিদ্ধান্তের জন্য পাকিস্তানকে সরানো হলো ওই তালিকা থেকে। পাকিস্তান সম্প্রতি  একটি ঘোষণা করে  যে তারা এখন থেকে আর কোনোরকম কোনো সন্ত্রাসবাদী কাজকর্মে অর্থের মদত জোগাবে না। " এই খবর প্রকাশিত হতেই প্রতিক্রিয়ার ঝড় বয় যায়   বিভিন্ন মহলে। ব্যাড থাকলেন না ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচীও। 

Latest Videos

এফএটিএফ কে এই সিদ্ধান্ত জানানোর পর এই সংস্থা কর্তৃক বেশ কিছু শর্ত দেওয়া হয় পাকিস্তান সরকারকে। তাদের মধ্যে একটি হলো ২৬/১১ এ মুম্বাই এর মতো  আন্তর্জাতিক দুর্ঘটনায় যারা যুক্ত ছিল তাদের অবিলম্বে জাতির ব্যবস্থা নিতে হবে। 

অরিন্দম বাগচী আরও বলেন  যে "এটি বৈশ্বিক স্বার্থে  এখন এটি স্পষ্ট যে পাকিস্তানকে তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলি থেকে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য, যাচাইযোগ্য, অপরিবর্তনীয় এবং টেকসই পদক্ষেপ নিতে হবে।"

এফএটিএফ, সন্ত্রাসে অর্থায়ন এবং মানি লন্ডারিং সংক্রান্ত বিশ্বব্যাপী নজরদারি সংস্থা শুক্রবার বলেছে যে পাকিস্তান আর এফএটিএফ এর উপর একটি  বর্ধিত পর্যবেক্ষণ প্রক্রিয়ার খুব শিগ্রই শুরু করতে হবে । দেশটি আরও উন্নতি করতে এপিজি  (এশিয়া/প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং) এর সাথে ভবিষ্যতে কাজ চালিয়ে যাবে। 

এফএটিএফ হল একটি আন্তঃসরকারি সংস্থা যা মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার অখণ্ডতার জন্য অন্যান্য সম্পর্কিত হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিষ্ঠিত।

আরও পড়ুন বাজারে নতুন আসা এন্ড্রোয়েড কোম্পানিগুলি ,এবার যোগ্যতার ভিত্তিতেই প্রতিযোগিতা করতে পারবে গুগলের সঙ্গে

আরও পড়ুন ইমরানের 'ভাগ্য বিপর্যয়', তোষাগারে হেরাফেরির অভিযোগে আর জাতীয় পরিষদের সদস্য নন খান সাহেব

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল