ইমরান বিরোধিতায় উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, নাগরিক-হত্যার প্রতিবাদে রাস্তায় সাংবাদিকরা

  • মঙ্গলবারই পাক অধিকৃত কাশ্মীরে পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হয়েছিল দুই নাগরিকের
  • পাক সরকারের বিরুদ্ধে একটি রাদজনৈতিক মিছিলে অংশ নেন তাঁরা
  • মার খেয়েছিলেন সংবাদমাধ্যমের কর্মীরাও
  • এদিন মুজফ্ফরাবাদ প্রেস ক্লাবের বাইরে তারই প্রতিবাদে রাস্তায় নামল পাক সাংবাদিক মহল

 

যত বেশি করে দমননীতি গ্রহণ করছে পাক সরকার, ততই প্রতিবাদে উত্তাল হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর। মঙ্গলবারই পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদে এক রাজনৈতিক মিছিলে বেলাগাম লাঠি চালিয়ে দুই রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিল পাক পুলিশ। আহত হন বহু রাজনৈতিক কর্মী। রেহাই পাননি সাংবাদিকরাও। এদিন মুজফ্ফরাবাদ প্রেস ক্লাবের বাইরে তারই প্রতিবাদ জানালো অধিকৃত কাশ্মীরের সাংবাদিক মহল।

মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদে স্থানীয় বেশ কয়েকটি রাজনৈতিক দলের কর্মীরা একযোগে অল ইন্ডিপেন্ডেন্ট পার্টি অ্যালায়েন্স-এর ব্যানারে পাক সরকারের বঞ্চনার প্রতিবাদ জানাতে একটি মিছিল বের করেন। সেই প্রতিবাদীদের উপর নির্বিচারে লাঠি চালায় পাক পুলিশ। লাঠিচার্জে মৃত্যু হয় দুই নিরপরাধ নাগরিকের।

Latest Videos

সাংবাদিকরা সেই খবর করতে গেলে তাদেরও বাধা দেওয়া হয়। বেশ কয়েকজন চিত্র সাংবাদিকের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অনেককে মাটিতে ফেলে পিটিয়েছে পাক পুলিশ। এরপরই বুধবার সকালে মুজফ্ফরাবাদের প্রেস ক্লাবের বাইরে জড়ো হন প্রায় সব পাক সংবাদমাধ্যমের কর্মীরাই। সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের উপর এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গিয়েছে তাঁদের। এর বাইরে অবশ্য মুজফ্ফরাবাদে এদিন পরিবেশ বেশ থমথমে বলেই খবর পাওয়া গিয়েছে। স্বাভাবিক জনজীবনের ছবিটা উধাও।

 

Share this article
click me!

Latest Videos

Delhi-তে মেগা জনসভা Amit Shah-র, কী বার্তা দেখুন সরাসরি
ফের কবিতার মাধ্যমে মমতাকে বেলাগাম আক্রমণ রুদ্রনীলের, দেখুন ভিডিও | Rudranil Ghosh Poem
Nadia-র মাটিতে ৭৬ তম Republic Day উদযাপন! পতাকা উত্তোলন করলেন নদীয়ার জেলা শাসক
Republic Day-তে চরম বিতর্ক! জাতীয় পতাকা উত্তোলনে বাঁধা RPF-এর, চাঞ্চল্য Nabadwip-এ
মারধর করে হিন্দুদের জমি দখলের চেষ্টা বিষ্ণুপুরে, গর্জে উঠলেন অগ্নিমিত্রা পাল | Hindu Attack