Earthquake- ভোররাতে পাকিস্তানে ভূমিকম্প, ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা

রাতের অন্ধকারে মৃত্যুদূত হয়ে যেন হানা দিল ভূমিকম্প। অধিকাংশ মানুষই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আর সেই কারণেই পাকিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। 

Asianet News Bangla | Published : Oct 7, 2021 1:22 AM IST / Updated: Oct 07 2021, 07:24 AM IST

বৃহস্পতিবার ভোররাতে ভূমিকম্প পাকিস্তানে। যার জেরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে আরও অসংখ্য মানুষ। এদের মধ্যে অনেকেই মৃত বলে মনে করা হচ্ছে। রিখটা
র স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। জানা গিয়েছে, দক্ষিণ পাকিস্তানের বালুচিস্তানে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে।  

ভূমিকম্প এমন সময়ে হয় যখন মানুষ গভীর ঘুমে অচেতন ছিলেন। বহু মানুষ ছাদে ঘুমোচ্ছিলেন। ভূমিকম্পে দেওয়াল ধসে পড়ে এদের অধিংকাংশেরই মৃত্যু হয়েছে। ভূমিকম্প শেষ হতেই ছুটে আসে উদ্ধারকারী দল। ভূমিকম্পের জেরে ততক্ষণে অঞ্চল জুড়ে বিদ্যুৎ বিপর্যয়। তারমধ্যেই টর্চ জ্বালিয়ে উদ্ধারকাজ শুরু হয়। বহু জখমকে ওই অন্ধকারেই উদ্ধার করে ধ্বংসস্তূপের বাইরে আনা হয়। উদ্ধার হওয়াদের প্রাথমিকভাবে ফার্স্ট এইড এবং জল খাইয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। 

শেষ পাওয়া খবরে বালুচিস্তানের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০-তে। মৃতদের মধ্যে এক মহিলা এবং ৬ জন শিশু রয়েছে। স্থানীয় প্রশাসনের একজন সিনিয়র আধিকারিক সুহেল আনোয়ার হাসমি এই খবরকে নিশ্চিতও করেছেন। বালুচিস্তান প্রদেশের আর এক আধিকারিক মীর জিয়াউল্লা লাংগাউ জানিয়েছেন, 'এখন পর্যয়ন্ত যে খবর আমাদের কাছে রয়েছে তাতে ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যুর খবর রয়েছে। উদ্ধারকাজ চলছে।' 

Share this article
click me!