ইমরানকে ভারতে আসার আমন্ত্রণ জানাবে মোদী সরকার, সাড়া দেবে কি পাকিস্তান

  • ইমরান খানকে ভারতে আসার আমন্ত্রণ জানাবে মোদী সরকার
  • এসসিও বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ 
  • এবছর বৈঠক আয়োজনের দায়িত্বে ভারত
  • ভারত- পাকিস্তান দু' দেশেই এই জোটের সদস্য
     

দু' দেশের মধ্যে তিক্ত সম্পর্ক থাকা সত্ত্বেও ভারতে আসার  আমন্ত্রণ পেতে চলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আর সেই আমন্ত্রণ জানাবে ভারত সরকারই। ভারতে অনুষ্ঠিত শাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন-এর বৈঠকে যোগ দেওয়ার জন্যই পাক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। এ বছর এই বৈঠকের আয়োজক দেশ ভারত। 

যদিও এই বৈঠকে শেষ পর্যন্ত ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে ইমরান খান যোগ দেবেন কি না, তা পুরোপুরি নির্ভর করছে ইসলামাবাদের সিদ্ধান্তের উপরেই। 

Latest Videos

নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ আমলা একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিককে বলেন, 'প্রোটোকল এবং বৈঠকের রীতি মেনেই পাকিস্তানি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। তার পর সেই বৈঠকে পাক প্রধানমন্ত্রী বা তাঁর কোনও প্রতিনিধি যোগ দেবেন কি না, সেটা পুরোপুরি পাকিস্তানেরই সিদ্ধান্ত। তাছাড়া এই বৈঠকের এখনও অনেকটাই দেরি আছে।' সূত্রের খবর চলতি বছরই এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। 

২০০১ সালে শাংহাইতে রাশিয়া, চিন, কিরঘিজ প্রজাতন্ত্র, কাজাকস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান-এর রাষ্ট্রপতিরা মিলে শাংহাই অর্গানাইজেশন কর্পোরেশন বা এসসিও গঠন করেছিলেন। ২০১৭ সালে ভারত এবং পাকিস্তান এসসিও-র পূর্ণ সদস্য হয়েছিল। 

এই প্রথমবার ভারত এসসিও-র বৈঠকের আয়োজন করছে। এসসিও-র মহাসচিব ভ্লাদিমির নোরোভ সোমবার দিল্লিতে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও করেছেন। তবে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এই বৈঠকে কোনও আলোচনা হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। মূল বৈঠকের আগে ভারতে এসসিও-র একাধিক প্রস্তুতি বৈঠক হবে বলেও জানিয়েছেন নোরোভ। ইউরেশিয় অঞ্চলে নিরাপত্তা এবং আর্থিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এসসিও গঠিত হয়েছিল। 

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari