কুলভূষণ মামলায় আশার আলো, চাপের মুখে নিজেদের আইনই বদলাতে বাধ্য হল পাকিস্তান

  • কুলভূষণ মামলায় আসার আলো দেখা দিল
  • এই মামলায় পাকিস্তানের উপর ক্রমে আন্তর্জাতিক চাপ বাড়ছিল
  • এই অবস্থায় নিজেদের সেনা আইনই বদলাতে চলেছে ইমরান প্রশাসন
  • বদল এলে অসামরিক আদালতেই মামলা করতে পারবেন কুলভূষণ

 

amartya lahiri | Published : Nov 13, 2019 1:31 PM IST

নতুন করে কূলভূষণ মামলার আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ বেড়েছে পাকিস্তানের উপর। গত মাসেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক ন্যায় আদালতের প্রধান বিচারপতি আব্দুলকাওয়াই ইউসুফ পাকিস্তানকে তুলোধোনা করেছিলেন। তাদের নির্দেশেও কাজ হয়নি বলে অভিযোগ করেছিলেন। এই চাপের মুখেই এবার নিজেদের সেনা আইনে বড়সড় রদবদল ঘটাতে চলেছে ইমরান প্রশাসন। এর ফলে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদব অসামরিক আদালতেই তাঁর বিরুদ্ধে অভিযোগের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন।

সূত্রের খবর মুখে যতই বলুন, পাক সেনাবাহিনীর উপর কোনও নিয়ন্ত্রণই নেই ইমরান খানের। এদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে কূলভূষণ মামলা নিয়ে ক্রমে চাপ গলায় এঁটে বসছে। এই অবস্থায়, তাঁকে সেনার আওতা থেকে বের করে আনার জন্যই সেনা আইনে রদবদল ঘটাতে চলেছেন ইমরান খান।

Latest Videos

২০১৭ সালে, কুলভূষণ যাদবকে পাকিস্তানের এক সামরিক আদালত দোষী সাব্যস্ত করেছিল। গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর  অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডে দেওয়া হয়। সেই বিচার হয়েছিল বন্ধ কক্ষে। পাকিস্তানের দাবি, কুলভূষণ যাদবকে ২০১৬ সালে বেলুচিস্তান থেকে 'গ্রেফতার' করেছিল পাক সেনাবাহিনী। ভারত বরাবরই এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, এই প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্তা ইরানের ব্যবসায়িক সফরে যাচ্ছিলেন। পথে পাকিস্তানের সেনা তাঁকে অপহরণ করে।

 

Share this article
click me!

Latest Videos

'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
ভাইদের জন্য সত্য নারায়ণ মিষ্টান্নে নতুন মিষ্টির ভাণ্ডার! Singur-এ ভাই ফোঁটায় উপচে পড়া ভিড়
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস