কুলভূষণ মামলায় আশার আলো, চাপের মুখে নিজেদের আইনই বদলাতে বাধ্য হল পাকিস্তান

  • কুলভূষণ মামলায় আসার আলো দেখা দিল
  • এই মামলায় পাকিস্তানের উপর ক্রমে আন্তর্জাতিক চাপ বাড়ছিল
  • এই অবস্থায় নিজেদের সেনা আইনই বদলাতে চলেছে ইমরান প্রশাসন
  • বদল এলে অসামরিক আদালতেই মামলা করতে পারবেন কুলভূষণ

 

নতুন করে কূলভূষণ মামলার আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ বেড়েছে পাকিস্তানের উপর। গত মাসেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক ন্যায় আদালতের প্রধান বিচারপতি আব্দুলকাওয়াই ইউসুফ পাকিস্তানকে তুলোধোনা করেছিলেন। তাদের নির্দেশেও কাজ হয়নি বলে অভিযোগ করেছিলেন। এই চাপের মুখেই এবার নিজেদের সেনা আইনে বড়সড় রদবদল ঘটাতে চলেছে ইমরান প্রশাসন। এর ফলে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদব অসামরিক আদালতেই তাঁর বিরুদ্ধে অভিযোগের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন।

সূত্রের খবর মুখে যতই বলুন, পাক সেনাবাহিনীর উপর কোনও নিয়ন্ত্রণই নেই ইমরান খানের। এদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে কূলভূষণ মামলা নিয়ে ক্রমে চাপ গলায় এঁটে বসছে। এই অবস্থায়, তাঁকে সেনার আওতা থেকে বের করে আনার জন্যই সেনা আইনে রদবদল ঘটাতে চলেছেন ইমরান খান।

Latest Videos

২০১৭ সালে, কুলভূষণ যাদবকে পাকিস্তানের এক সামরিক আদালত দোষী সাব্যস্ত করেছিল। গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর  অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডে দেওয়া হয়। সেই বিচার হয়েছিল বন্ধ কক্ষে। পাকিস্তানের দাবি, কুলভূষণ যাদবকে ২০১৬ সালে বেলুচিস্তান থেকে 'গ্রেফতার' করেছিল পাক সেনাবাহিনী। ভারত বরাবরই এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, এই প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্তা ইরানের ব্যবসায়িক সফরে যাচ্ছিলেন। পথে পাকিস্তানের সেনা তাঁকে অপহরণ করে।

 

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?