কাশ্মীর নিয়ে ধুন্ধুমার পাক সংসদে! 'কুকুর' থেকে 'জুতো মারা' শোনা গেল সবই - দেখুন ভিডিও

  • পাক অধিকৃত কাশ্মীরের উন্নয়নের প্রশ্নে ধুন্ধুমার বাঁধল পাক সংসদে
  • কক্ষের মধ্যেই এক সাংসদ ও মন্ত্রী একে অপরকে গালাগাল করলেন
  • পিএমএল-এন সাংসদ মুশাহিদ উল্লা খান, মন্ত্রী ফাওয়াদ চৌধুরিকে তুলনা করলেন শারমেয়র সঙ্গে
  • আর ফাওয়াদ চৌধুরি তাঁকে পাল্টা বললেন জুতো মারব

ভারত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্ক কমিয়ে দেওয়া বানিজ্য়িক সম্পর্ক ছিন্ন করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। কিন্তু, ঠিক কী কারণে কাশ্মীর হাতছাড়া হল পাকিস্তানের? এই প্রশ্নেই ধুন্ধুমার লেগে গেল পাক সংসদে। সংসদ কক্ষের মধ্যেই এক সাংসদ ও মন্ত্রী একে অপরকে রীতিমতো গালাগাল করলেন। আর সেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় আসতেই ভাইরাল হল।

জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে যুগ্ম অধিবেশন বসেছিল পাক সংসদে। সেখানেই বিরোধী দল পিএমএলএন-এর সাংসদ মুশাহিদ উল্লা খান অভিযোগ করেন পাক অধিকৃত কাশ্মীরে উন্নয়নের কোনও কাজই করেনি পিটিআই সরকার। আর সেই সমালোচনার প্রতিবাদ করতেই, পাক বিজ্ঞান মন্ত্রী ফাওয়াদ চৌধুরিকে শারমেয়র সঙ্গে তুলনা করে বসেন তিনি।

Latest Videos

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ফাওয়াদ চৌধুরিকে মুশাহিদ উল্লা খান 'ডাব্বু সাব' বলে সম্বোধমন করে বলছেন তাঁকে তিনি ঘরে বেঁধে রেখে এসেছিলেন। তাও তিনি সংসদে চলে এসেছেন। এতেই মেজাজ হারান ফাওয়াদ। তাঁর উত্তর ছিল 'তোমায় জুতো পেটা করব'। এরপর 'এই চুপ'। 'বদমাইশ'-এর মতো কথাও শুনতে পাওযা গিয়েছে।

পাক সেনেটের চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি দুই পক্ষকেই থামানোর চেষ্টা করেন। কিন্তু, তাঁর কথা কারোর কানে যায়নি। ভিডিওটি সোশ্য়াল মিডিয়ায় আসার পর ভারতীয়রা স্বাভাবিকভাবেই এই ভিডিও নিয়েও পাকিস্তানকে ঠুকতে রেয়াত করেননি। কেউ পাক সংসদকে জনপ্রিয় কমেডি শো, 'কমেডি নাইটস উইদ কপিল'-এর সঙ্গে তুলনা করেছেন। কেউ বলেছেন, 'শাট আপ' কথাটার অর্থ বোধহয় পাকিস্তানিরা জানেন না। কেউ বলেছেন, ভিডিওটি দেখে হাসতে হাসতে তিনি মাটিতে গড়াগড়ি খেয়েছেন।

 

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM