ট্যাটুকে রাখুন টাটকা ,সামান্য কিছু নিয়ম মেনে

  •  ট্য়াটু করার পর কিছুদিন রোদে না যাওয়াই ভাল
  • বেরলে অবশ্যই স্কার্ফ বা ছাতা ব্য়বহার করুন।  
  •  কিছুদিন পর্যন্ত সমুদ্র বা পুলের জলে সাঁতার এড়িয়ে চলুন
  •  প্রতি দু-তিন ঘণ্টা অন্তর সানস্ক্রিন মেখে নিন ট্য়াটুর জায়গায়
     

সদ্য় পুজোর আগেই, ট্যাটু করিয়েছেন ? তবে আপনার শখের ট্য়াটু-টির খেয়াল রাখতে হবে আপনাকেই।তবে ট্য়াটু করার অন্তত ১০-১৫ দিন একটু নিয়ম মেনে চলুন। ট্য়াটুর করা জায়গাটা শুকাতে সময় দিন। খুব দরকার নাহলে এইকদিন চড়া রোদে বাইরে বেরবেন না।রাতে ঘুরতে বেরন, মন ভরে ঠাকুর দেখুন। তবে  ট্য়াটুর করার পর যে বিষয়গুলি নিয়ে সাবধান থাকবেন সেগুলি হল-  

১। দিনের বেশিরভাগ সময়টাই যদি আপনাকে রোদের মধ্য়ে কাটাতে হয়, সেক্ষেত্রে যতটা সম্ভব ট্য়াটু ঢেকে রাখাই ভাল। স্কার্ফ, রুমাল বা ফুল স্লিভস জামা ব্য়বহার করুন রোদে বেরোনোর সময়। চড়া রোদে ট্য়াটুর রঙ ফ্য়াকাশে হয়ে যেতে পারে। এ ছাড়াও ত্বকে অ্য়ালার্জি বা অন্য সমস্য়া হওয়ার সম্ভবনা থাকে। অনেকসময় ত্বকে মেলোনোমাও রোগ দেখা দিতে পারে।

Latest Videos

২। রাস্তায় বেরোলে  প্রতি দু-তিন ঘণ্টা অন্তর সানস্ক্রিন মেখে নিন ট্য়াটুর ঐ জায়গায়। অবশ্যই ছাতা ব্য়বহার করুন।  

৩। ট্য়াটু করার পর কিছুদিন পর্যন্ত স্নানের সময়ে বাথটাব, গরম জল বা সাঁতার এড়িয়ে চলুন।এই সময়ে সমুদ্রের নোনা জল বা পুলের ক্লোরিন যুক্ত জল ট্য়াটুতে লাগলে বিভিন্ন সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। 

৪। ট্য়াটু করার অন্তত ১৫ দিনের মধ্য়ে সমুদ্রের কাছাকাছি না যাওয়াই ভাল। সমুদ্রের নোনা জলে ট্য়াটু নষ্ট হয়ে ত্বকের ক্ষতি হতে পারে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari