পুজোয় ত্বক হাইলাইট নিয়ে চিন্তা না করে বাড়ি বসেই বানিয়ে ফেলতে পারেন হাইলাইটার

  • শুরু হয়ে গিয়েছে দেবিপক্ষ
  • মা দুর্গার আগমন বার্তায় সেজে উঠেছে চারিদিক
  • ষষ্ঠী থেকে দশমী কিভাবে সাজবেন ঘুরবেন তার প্ল্যান একেবারে রেডি
  • তিনটি জিনিস থাকলে ঘরে বসেই বানিয়ে নিতে পারেন হাইলাইটার 

debojyoti AN | Published : Oct 1, 2019 8:12 AM IST

শুরু হয়ে গিয়েছে দেবিপক্ষ। মা দুর্গার আগমন বার্তায় সেজে উঠেছে চারিদিক। ষষ্ঠী থেকে দশমী কিভাবে সাজবেন কিভাবে ঘুরবেন তার প্ল্যান একেবারে রেডি। তবে মেক আপ সামগ্রীগুলি মিলিয়ে দেখেছেন তো, আর কিছু বাকি রয়ে যাচ্ছে কিনা? বক্স খুলেই দেখছেন যে হাইলাইটারটা একেবারে শেষ। ভাববেন না, হাতের কাছে মাত্র তিনটি জিনিস থাকলেই ঘরে বসেই বানিয়ে নিতে পারেন হাইলাইটার। 

হাইলাইটার তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণঃ

১) দুই টেবিল চামচ গ্রেপসিড অয়েল (যে কোনও বড় দোকানে বা অনলাইনে সহজেই পেয়ে যাবেন 

২) দুই টেবিল চামচ প্রাকৃতিক মোম। (এটাও যে কোনও দোকানে পেয়ে যাবেন)

৩) এক চা চামচ সাদা মাইকা পাউডার (অনলাইনে সহজেই পাওয়া যায়)

পদ্ধতিঃ

১. একটি বড় পাত্রে জল নিয়ে মাঝারি আঁচে বসিয়ে গরম করুন। গরম জলের উপর কাচের একটা বাটি বসিয়ে নিন। সেই বাটিতে সমস্ত উপাদান দিয়ে দিন। দেখবেন কিছুক্ষনের মধ্যেই সমস্ত উপাদান গুলি গোলে গিয়েছে।

২. তারপর ঐ গলে যাওয়া মিশ্রনটি একটি মেক আপের টিনে ঢেলে নিন। এবং ঠাণ্ডা করতে দিন।

৩. মিশ্রণটি সেট হওয়ার আগে ক্রমাগত মিশ্রনটি নাড়তে থাকুন। যাতে মাইকা নিচে জমে না যায়। তারপর ধীরে ধীরে মিশ্রণটা সেট হতে শুরু করবে।

৪. একটা পাতলা সেলোফেন কাগজ দিয়ে মিশ্রণটা চেপে চেপে বসিয়ে দিন।

৫. রং একটু বেশি গাঢ় করতে চাইলে আরও একটু মাইকা যোগ করে ভালো করে মিশিয়ে নিন। 

৬. এরপর ঐ মিশ্রন্তিকে এক ঘন্টা জমতে দিন। এবং ইচ্ছে মত ব্যবহার করুন এই ঘরোয়া হাইলাইটার।

Share this article
click me!