পুজোয় ভুরিভোজ, বিজয়াতে খাওয়াটা হোক জমিয়ে, জানুন কত টাকায় কোথায় বাফে

পুজোয় এবার খাওয়া-দাওয়ার পরিকল্পনা কোথায়

কত দামে মিলবে কী কী পদ

দশমীর দিন কত দামে মিলবে আমিষ কিংবা নিরামিষ

জেনে নি কলকাতার কিছু রেস্তোরার বিশেষে মেনু
 

পুজো মানেই প্যান্ডেল হোপিং সঙ্গে পেট পুরে ভুরিভোজ। তবে কবে কোথায় সেরে ফেলবেন দুপুরে কিংবা রাতের খাবার, তা ভেবে রেস্তোরায় রেস্তোরায় না ঘুরে এবার ফোন করেই করে ফেলুন আগাম বুকিং। তার আগে জেনে নিন কোন রেস্তোরাতে মিলছে কত দামে কী কী পদ-

৬ বালিগঞ্জ প্লেস
আমিষ- গন্ধরাজ ঘোল, নারকেল দিয়ে কচু শাক, রাধা বল্লবী, সাদা ভাত, বাদশাহি পোলাও, আমা-আদা মুগ ডাল, পটল ভাজা, আম কাসন্দি আলুর দম, ফিস ফ্রাই, ভেটকি পালং পাতুরি, চিংড়ি মালাইকারী, লাল মুরগী, কষা মাংস, আনারসের চাটনি, পাঁপর ভাজা, মিষ্টি দই, বেক পান্তুয়া, কোশরি ইন্দ্রানী, রাজ ভোগ, মিষ্টি পান।

Latest Videos

নিরামিশ- ছানা মটরশুটির চপ, পালঙ ছানার কোপ্তা, ফুলকপির রোস্ট, বেগুন বাসন্তী, মোচার ঘন্ট।  
দামঃ নিরামিষ- ১০৫০ টাকা, আমিষ- ১২৫০ টাকা।

ভজোহরি মান্না
নিরামিষ- সাদা ভাত, ভাজা মুগ ডাল, পটল ভাজা, পাঁচ মেশালি তরকারি, মালাই ফুলকপি, বাসন্তি পোলাও, পনির কড়াইশুটি, খেঁজুর আমের চাটনী, মিষ্টি দই, সন্দেশ, মিষ্টি পান।
আমিষ- সাদা ভাত, ভাজা মুগ ডাল, পটল ভাজা, পাঁচ মেশালি তরকারি, মোচা চিংড়ি, ইলিশ ভাপা, বাসন্তি পোলাও, দই মাংস, খেঁজুর আমের চাটনী, মিষ্টি দই, সন্দেশ, মিষ্টি পান।

নিরামিষ- ৫০০ সঙ্গে জিএসটি, আমিষ- ৮২৫ সঙ্গে জিএসটি

বার্বিকিউ নেশন
নিরামিষঃ
স্টাটার- চিলি গার্লিক মাসরুম, আঁচারি আলু, হানি সিরামন পাইনাপেল, ক্রিস্পি কর্ন, স্পাইস পোটাটো, পনির টিক্কা, টিল দহি কাবাব, ক্রিস্পি বেবিকর্ন, আনারি আলু, 
স্যুপ- মাইনস্টোন স্যুপ
ভেজ বাফে- মটর পনির, আলু ঝিঙ্গে পোস্ত, শুকতো, ছোট আলুর দম, বেগুন বসন্ত, ভেজ বিরিয়ানি বা মিক্স পোলাও, ধোকার ডানলা, ডাল পঞ্চরত্ন, ডাল মাখানি, রাধাবল্লভী সঙ্গে মশলা আলু, ঘি ভাত

আমিষঃ
স্টাটার- সেজ ওয়ান চিকেন, তন্দুর চিকেন, মটন টিল কা শিক, জুল্লু কোরিয়েন্ডার ফিস, প্রন্স কালি মির্চ, উইঙ্গস ইন বার্বিকিউ সস
স্যুপ- চিকেন লেমন কোরিয়েন্ডার স্যুপ
নন ভেজ বাফে- দম বিরিয়ানী, বাটার চিকন, কষা মাংস, গলদা চিংড়ি মালাইকারী, শর্ষে ভাপা ইলিশ

শেষ পাতে- চকলেট বাউনি, ডেথ বাই চকলেট পেস্ট্রি, ফ্রেস ফ্রুট গেট অক্স, ফ্রুড কাস্টার্ড, ম্যাঙ্গ মুজ, রসগোল্লা, ছানার পায়েস, আঙ্গুরি গোলাপ জামুন, মিষ্টি দই, ভ্যানিলা বা বাটার স্কচ

দাম- নিরামিষ-৯৯৯ টাকা, আমিষ- ১২৫০ টাকা 

সপ্তপদীঃ
শারদীয়া থালি- সাদা ভাত বা পোলাও, দুই ভাজা, সব্জি, সোনালী ভেটকি পফিটার, নারকেল মুরগী নাগেটস, মটন বা চিকেন, চিংড়ি, ভেটকি, স্যালাড, চাটনি, পাঁপর, মিষ্টি

স্পেশাল শারদীয়া থালি- সাদা ভাত বা পোলাও, দুই ভাজা, সব্জি, সোনালী ভেটকি পফিটার, নারকেল মুরগী নাগেটস, মটন বা চিকেন, চিংড়ি, ভেটকি, ইলিস, স্যালাড, চাটনি, পাঁপর, মিষ্টি
দাম- শারদীয়া থালি- ৮৫০ টাকা, স্পেশাল থালি- ১১৯৯ টাকা
 

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed