পুজোয় এবার খাওয়া-দাওয়ার পরিকল্পনা কোথায়
কত দামে মিলবে কী কী পদ
নবমী দিন কত দামে মিলবে আমিষ কিংবা নিরামিষ
জেনে নি কলকাতার কিছু রেস্তোরার বিশেষে মেনু
পুজো মানেই প্যান্ডেল হোপিং সঙ্গে পেট পুরে ভুরিভোজ। তবে কবে কোথায় সেরে ফেলবেন দুপুরে কিংবা রাতের খাবার, তা ভেবে রেস্তোরায় রেস্তোরায় না ঘুরে এবার ফোন করেই করে ফেলুন আগাম বুকিং। তার আগে জেনে নিন কোন রেস্তোরাতে মিলছে কত দামে কী কী পদ-
৬ বালিগঞ্জ প্লেস
আমিষ- আম পোরার শরবর, নারকেল দিয়ে কচু শাক, রাধাবল্লভী, সাদা ভাত, বাদশাহি পোলাও, আমা-আদা মুগ ডাল, পটল ভাজা, আম কাসন্দি আলুর দম, ফিস ফ্রাই, ভেটকি পালঙ পাতুরি, চিংড়ি মালাইকারী, লাল মুরগি, কষা মাংস, আনারসের চাটনি, পাঁপর ভাজা, মিষ্টি দই, বেক পান্তুয়া, কোশরি ইন্দ্রানী, রাজ ভোগ, মিষ্টি পান।
নিরামিশ- ছানা মটরশুটির চপ, পালং ছানার কোপ্তা, ফুলকপির রোস্ট, বেগুন বাসন্তী, মোচার ঘন্ট।
দামঃ নিরামিষ- ১০৫০ টাকা, আমিষ- ১২৫০ টাকা।
ভজোহরি মান্না
নিরামিষ- পিস পোলাও, ছোলার ডাল, বেগুন ভাজা, দই পটল, ভেজ কোপ্তা মালাইকারী, বাঙালি পোলাও, ছানার কড়াইশুটির কোর্মা, আনারসের চাটনি, রাবরি, মিষ্টি পান।
আমিষ- পিস পোলাও, ছোলার ডাল, ছানা-কড়াইশুটির কোর্মা, ভেটকি কালিয়া, গলদা চিংড়ি মালাইকারী, বাঙালি পোলাও, মটন কোর্মা, আনারসের চাটনি, চাটনি, রাবরি, মিষ্টি পান।
নিরামিষ- ৫০০ সঙ্গে জিএসটি, আমিষ- ৮২৫ সঙ্গে জিএসটি
বার্বিকিউ নেশন
নিরামিষঃ
স্টাটার- চিলি গার্লিক মাসরুম, আঁচারি আলু, হানি সিরামন পাইনাপেল, ক্রিস্পি কর্ন, স্পাইস পোটাটো, পনির টিক্কা, টিল দহি কাবাব, ক্রিস্পি বেবিকর্ন, আনারি আলু,
স্যুপ- মাইনস্টোন স্যুপ
বেজ বাফে- মটর পনির, আলু ঝিঙ্গে পোস্ত, শুকতো, ছোট আলুর দম, বেগুন বসন্ত, ভেজ বিরিয়ানি বা মিক্স পোলাও, ধোকার ডানলা, ডাল পঞ্চরত্ন, ডাল মাখানি, রাধাবল্লবী সঙ্গে মশলা আলু, ঘি ভাত
আমিষঃ
স্টাটার- সেজ ওয়ান চিকেন, তন্দুর চিকেন, মটন টিল কা শিক, জুল্লু কোরিয়েন্ডার ফিস, প্রন্স কালি মির্চ, উইঙ্গস ইন বার্বিকিউ সস
স্যুপ- চিকেন লেমন কোরিয়েন্ডার স্যুপ
নন ভেজ বাফে- দম বিরিয়ানী, বাটার চিকন, কষা মাংস, গলদা চিংড়ি মালাইকারী, শর্ষে ভাপা ইলিশ
শেষ পাতে- চকলেট বাউনি, ডেথ বাই চকলেট পেস্ট্রি, ফ্রেস ফ্রুট গেট অক্স, ফ্রুড কাস্টার্ড, ম্যাঙ্গ মুজ, রসগোল্লা, ছানার পায়েস, আঙ্গুরি গোলাপ জামুন, মিষ্টি দই, ভ্যানিলা বা বাটার স্কচ
দাম- নিরামিষ-৯৯৯ টাকা, আমিষ- ১২৫০ টাকা
সপ্তপদীঃ
শারদীয়া থালি- সাদা ভাত বা পোলাও, দুই ভাজা, সব্জি, সোনালী ভেটকি পফিটার, নারকেল মুরগী নাগেটস, মটন বা চিকেন, চিংড়ি, ভেটকি, স্যালাড, চাটনি, পাঁপর, মিষ্টি
স্পেশাল শারদীয়া থালি- সাদা ভাত বা পোলাও, দুই ভাজা, সব্জি, সোনালী ভেটকি পফিটার, নারকেল মুরগী নাগেটস, মটন বা চিকেন, চিংড়ি, ভেটকি, ইলিস, স্যালাড, চাটনি, পাঁপর, মিষ্টি
দাম- শারদীয়া থালি- ৮৫০ টাকা, স্পেশাল থালি- ১১৯৯ টাকা