পুজোয় ভুরিভোজ, কাবাব না ভাপা, জেনে নিন সপ্তমীতে কত টাকায় কোথায় বাফে

পুজোয় এবার খাওয়া-দাওয়ার পরিকল্পনা কোথায়

কত দামে মিলবে কী কী পদ

সপ্তমীর দিন কত দামে মিলবে আমিষ কিংবা নিরামিষ

জেনে নি কলকাতার কিছু রেস্তোরার বিশেষে মেনু

পুজো মানেই প্যান্ডেল হোপিং সঙ্গে পেট পুরে ভুরিভোজ। তবে কবে কোথায় সেরে ফেলবেন দুপুরে কিংবা রাতের খাবার, তা ভেবে রেস্তোরায় রেস্তোরায় না ঘুরে এবার ফোন করেই করে ফেলুন আগাম বুকিং। তার আগে জেনে নিন কোন রেস্তোরাতে মিলছে কত দামে কী কী পদ-

৬ বালিগঞ্জ প্লেস
আমিষ- আম পানার শরবত, মুসুরির ডাল, বড়ি দিয়ে শাক ভাজা, মোহন কচুরী, সাদা ভাত, রাজ নন্দিনি পোলাও, মুগ রকমারি ডাল, পটল ভাজা, ভাজা মশলা আলুর দম, লাল আলু আর ছানার কোপ্তা, ফিস রোল, ভেটকি পাতুরি, চিটাগন কষা মুরগী, ঢাকাই দম মাংস, পাইনাপেল চাটনি, পাঁপর ভাজা, মিষ্টি দই, বেকচ মিহিদানা সঙ্গে রাবরী, পোস্ট কদম, কালোজাম, মিষ্টি পান

Latest Videos

নিরামিশ- ছানা মটরশুটির চপ, পালং ছানার কোপ্তা, ফুলকপির রোস্ট, বেগুন বাসন্তী, মোচার ঘন্ট।  
দামঃ নিরামিষ- ১০৫০ টাকা, আমিষ- ১২৫০ টাকা।

ভজোহরি মান্না
নিরামিষ- সাদা ভাত, ভাজা মুগ ডাল, পোস্তর বড়া, মোচার ঘন্ট, ধোকার ডানলা, পোলাও, ফুলকোপি কড়াইশুটি রোস্ট, খেঁজুর টমেটো চাটনি, মিষ্টি দই, মিষ্টি পান।
আমিষ- সাদা ভাত, ভাজা মুগ ডাল, মোচার ঘন্ট, দই কাতলা, বাদগা চিংড়ির মালাইকারি, পোলাও, কষা মাংস, খেঁজুর টমেটো চাটনি, কমলা ভোগ, মিষ্টি দই, মিষ্টি পান। 

বার্বিকিউ নেশন
নিরামিষঃ
স্টাটার- চিলি গার্লিক মাসরুম, আঁচারি আলু, হানি সিরামন পাইনাপেল, ক্রিস্পি কর্ন, স্পাইস পোটাটো, পনির টিক্কা, টিল দহি কাবাব, ক্রিস্পি বেবিকর্ন, আনারি আলু, 
স্যুপ- মাইনস্টোন স্যুপ
ভেজ বাফে- মটর পনির, আলু ঝিঙ্গে পোস্ত, শুকতো, ছোট আলুর দম, বেগুন বসন্ত, ভেজ বিরিয়ানি বা মিক্স পোলাও, ধোকার ডানলা, ডাল পঞ্চরত্ন, ডাল মাখানি, রাধাবল্লবী সঙ্গে মশলা আলু, ঘি ভাত

আমিষঃ
স্টাটার- সেজ ওয়ান চিকেন, তন্দুর চিকেন, মটন টিল কা শিক, জুল্লু কোরিয়েন্ডার ফিস, প্রন্স কালি মির্চ, উইঙ্গস ইন বার্বিকিউ সস
স্যুপ- চিকেন লেমন কোরিয়েন্ডার স্যুপ
নন ভেজ বাফে- দম বিরিয়ানী, বাটার চিকন, কষা মাংস, গলদা চিংড়ি মালাইকারী, শর্ষে ভাপা ইলিশ

শেষ পাতে- চকলেট বাউনি, ডেথ বাই চকলেট পেস্ট্রি, ফ্রেস ফ্রুট গেট অক্স, ফ্রুড কাস্টার্ড, ম্যাঙ্গ মুজ, রসগোল্লা, ছানার পায়েস, আঙ্গুরি গোলাপ জামুন, মিষ্টি দই, ভ্যানিলা বা বাটার স্কচ

দাম- নিরামিষ-৯৯৯ টাকা, আমিষ- ১২৫০ টাকা 

সপ্তপদীঃ
শারদীয়া থালি- সাদা ভাত বা পোলাও, দুই ভাজা, সব্জি, সোনালী ভেটকি পফিটার, নারকেল মুরগী নাগেটস, মটন বা চিকেন, চিংড়ি, ভেটকি, স্যালাড, চাটনি, পাঁপর, মিষ্টি

স্পেশাল শারদীয়া থালি- সাদা ভাত বা পোলাও, দুই ভাজা, সব্জি, সোনালী ভেটকি পফিটার, নারকেল মুরগী নাগেটস, মটন বা চিকেন, চিংড়ি, ভেটকি, ইলিস, স্যালাড, চাটনি, পাঁপর, মিষ্টি
দাম- শারদীয়া থালি- ৮৫০ টাকা, স্পেশাল থালি- ১১৯৯ টাকা

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury