পঞ্চাশ পার করেও মেতে উঠতে পারেন উদ্দাম যৌন জীবনে, মানতে হবে এই সহজ টিপস

সহজ কথায় পঞ্চাশ পেরনোর পরেও যৌন জীবনের সুখ অনুভব করা যায়। এমনকী যৌবনের চেয়েও বেশি আনন্দদায়ক হয় বেশি বয়সের মিলন। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

সঠিক যৌন জীবনের (Sex life) অভাবে সহজেই আজকাল হতাশা গ্রাস করে যুবক-যুবতীদের মধ্যে। বিশেষজ্ঞদের মতে যৌনতা সম্পর্কে যথাযথ জ্ঞানের অভাব, অজ্ঞানতাই সুন্দর যৌনজীবনের প্রতি মূল বাধা হয়ে দাঁড়ায়। এদিকে সুন্দর যৌন জীবন যে শুধুমাত্র যৌবনকালেই কাটানো যায় এমনটা নয়। বিশেষজ্ঞরা বলছেন বার্ধক্যের দোরগোড়াতে পৌঁছেও যৌনতার পূর্ণ স্বাদ নিতে পারেন যে কোনও ব্যক্তি। এদিকে মেনোপজ, যৌন ইচ্ছা কমে যাওয়া(Decreased sexual desire), লিবিডো কমে যাওয়ার মতো বিষয়গুলি জীবনের বয়সকালে ধাপে উদ্বেগ বাড়ায় অনেকের। যার জেরে কমে যায় রতিসুখের আত্মবিশ্বাসও। কিন্তু এই সমস্যাগুলির মোতাবিলা করেও সুন্দর যৌন জীবন কাটানো যায় বলে মত বিশেষজ্ঞদের। 

সহজ কথায় পঞ্চাশ পেরনোর পরেও যৌন জীবনের সুখ অনুভব করা যায়। এমনকী যৌবনের চেয়েও বেশি আনন্দদায়ক হয় বেশি বয়সের মিলন। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এই ক্ষেত্রে শুধু প্রয়োজন যথাযথ আত্মবিশ্বাসের। গবেষণায় উঠে এসেছে, বয়স্ক দম্পতিরা মিলনের পর কম বয়সিদের চেয়ে বেশি তৃপ্তি পান। কারণ, তারা বেশ ধীরগতিতে যৌনক্রীড়ায় লিপ্ত হন। তবে এই সময়টায় আনন্দ পেতে চাইলে নিজের মানসিকতাকে তিরিশ বছরের পর থেকেই পরিবর্তন করতে হবে বলে মত বিশেষজ্ঞদের। যৌনতা নিয়ে মানসিকতা বদলানোর পাশাপাশি রোজ এক্সারসাইজ করতে হবে বলেও মত তাদের। এতে শরীর সচল যেমন থাকবে তেমনই রক্ত সংবহন ভাল করবে। সতেজ থাকবে মনও। শরীরে রক্ত সংবহন ভাল হলে যৌনাঙ্গগুলিও সবলও সক্রিয় থাকে। তবে সংযম আনতে হবে মনের উপরেও। তাহলেই বেশি বয়সেও সঠিক যৌনসুখ পাওয়া সম্ভব। 

Latest Videos

বিশেষজ্ঞরা সাফ জানাচ্ছেন, বয়সের সীমারেখাকে মেনে নিয়েই যোগ দিতে হবে যৌন ক্রিয়ায়। সেই ক্ষেত্রে  জেকে কম বয়সি হওয়ার চেষ্টা করে বিশেষ লাভ নেই। নিজেকে বা সঙ্গীকে আকর্ষনীয় দেখানোর চেষ্টা করেও কোনও লাভ নেই। উল্টে একে অপরের বয়সকে মেনে নিয়েই লিপ্ত হতে হবে যৌনক্রিয়ায়। বীর্যপাতের চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অন্যান্য যৌনক্রিয়ার উপরে। জোর দিতে হবে মিলনের আগে ফোরপ্লের উপর। এভাবেই যৌনতাকে সবচেয়ে ভাল উপভোগ করা যায় বলে মত বিশেষজ্ঞদের। তাতে মনের গ্লানি দূর করে নতুন ছন্দে উপভোগ করা যাবে জীবনকে। 

আরও পড়ুন- ‘গ্রেফতার করলে দোষী হয় না, আদালতে প্রমান করতে হয়’, অভিষেক ইস্যুতে ফের সরব কুণাল

আরও পড়ুন- ‘সেক্স পজিটিভিটি’ নিয়ে সঠিক ধারণাই তৈরি করতে পারে সুস্থ সম্পর্ক, সহজেই দূর করুন যৌনতা নিয়ে জড়তা

আরও পড়ুন- আর যেতে হবে না সিনেমা হল, স্মার্টফোনেই চলবে থ্রিডি ভিডিও, নয়া আবিষ্কারে সাড়া ফেলল আইআইটি মাদ্রাজ

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today