Happy New Year 2022: নতুন বছরের শুরুতে কেন বাড়ে সম্ভাগোর চাহিদা, কী বলছে গবেষণা

বর্ষশেষের (Year Ending) উৎসবের সময় শারীরিক সম্পর্ক প্রসঙ্গে বেশি আগ্রহী থাকেন দম্পতিরা। ১০ জনের মধ্যে ৪ জনের বেশি লোক বলেছে এই সময় যৌন মিলন উভোগ করেন। এমনকী, এই সময় সেক্সটয় বিক্রির হারও বেশি থাকে। জেনে নিন কেন। 

সারাদিনের ব্যস্ততা। সকালে উঠেই অফিস (Office)। তারপর দিনের শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরা। সপ্তাহে একদিন ছুটি হলেও তা কাটে কোনও না কোনও কাজে। এতে শারীরিক মিলনের (Sex) সময় নেই। অন্য দিকে, এমন অনেকে আছেন যারা চাকরি সূত্রে অনেক স্বামী-স্ত্রী আলাদা থাকেন। চার মাসে একবার দেখা হয়। সেই সময় শারীরিক সম্পর্ক ঘটলেও, তা হয় অল্প সময়ের জন্য। হয়তো এই কারণেই বর্তমান যুগে শারীরিক সম্পর্ক নিয়ে নানা রকম সমস্যা তৈরি হয়েছে। দেখা দিচ্ছে অনিহা। তবে, গবেষণা (Research) বলছে উৎসবের সময় এই সম্পর্ক বেশি মাত্রায় উপভোগ করেন দম্পতিরা। ফেস্টিভ সেক্সের (Festive Sex) আগ্রহ তৈরি হয় সকলের মধ্যে।

সম্প্রতি, বিদেশে শারীরিক সম্পর্ক নিয়ে একটি সার্ভে (Survey) হয়েছে। সেখানে উঠে এসেছে এমন তথ্য। সার্ভেতে জানা গিয়েছে, বর্ষশেষের (Year Ending) উৎসবের সময় শারীরিক সম্পর্ক প্রসঙ্গে বেশি আগ্রহী থাকেন দম্পতিরা। ১০ জনের মধ্যে ৪ জনের বেশি লোক বলেছে এই সময় যৌন মিলন উভোগ করেন। এমনকী, এই সময় সেক্সটয় বিক্রির হারও বেশি থাকে। 

Latest Videos

গবেষণা বলছে, বর্ষশেষের উৎসব কিংবা নতুন বছররে শুরু সময় দম্পতিদের (Couple) মধ্যে যৌন (Sex) মিলনের আগ্রহ বেশি দেখা যায়। এর পিছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, এই সময় অনেকেই ছুটি উপভোগ করেন। নিত্যদিনের ব্যস্ততম জীবন থেকে সাময়িক বিরতি পান। ফলে, মানসিক ভাবে উৎফুল্ল (Free) থাকেন। ফলে শারীরিক চাহিদা পরিতৃপ্তিতে আগ্রহ দেখা যায়। জানা গিয়েছে, নিত্য দিনের কর্মব্যস্ততা, অফিসের চাপ ও পারিবারিক চাপের কারণে মানসিক ভাবে অস্থিরতা অনুভব করেন অনেকেই। এই জন্য শারীরিক সম্পর্কের প্রতি অনিহা দেখা দেয়। কিন্তু, বছরের এই সময়টা তা থাকে না ফলে, সকলেই শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহী (Interest) হন।   

আরও পড়ুন: New Year Eve 2022: নববর্ষ শুরুর আগে সঙ্গীকে খুশি করতে ট্রাই করুন ৫ টি দুর্দান্ত সেক্স পজিশন

আরও পড়ুন: নিয়মিত যৌনমিলনের ফলেই কি ওজন বাড়ছে, জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা

বছরের এই সময়টা একান্তে সময় কাটান অনেকে। যা যৌন চাহিদার প্রতি আগ্রহ তৈরি করে, সার্ভেতে উঠে এসেছে এমনটাই। জানা গিয়েছে, এই সময় একান্তে অনেক দম্পতি ঘুরতে যান। দুজনে দুজনকে সময় দিয়ে থাকেন। ফলে, মানসিক ও শারীরিক উভয় ভাবেই দুজনে দুজনের কাছে আসার সুযোগ পান। এর থেকে শারীরিক চাহিদা (Physical Need) পূরণে আগ্রহ জাগে। সে যাই হোক, উৎসবের সময় শারীরিক সম্পর্কের প্রতি দম্পতির যে আগ্রহ বাড়ে তা এক নয়, একাধিকবার প্রমাণ হয়েছে। 
 

Share this article
click me!

Latest Videos

‘সোমবারেই আমি সব ফাঁস করবো’ Trinamool-কে সরাসরি আক্রমণ Suvendu Adhikari-র, দেখুন | Suvendu Adhikari
বাংলাদেশের ঘটনা নিয়ে Mamata-কে প্রশ্ন Suvendu-র, পাল্টা ক্ষোভ উগরালেন Kunal Ghosh
‘Bangladesh-এর এমন কিছু ভিডিও আছে যা দেখলে শেউরে উঠবেন’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari