'ভালোবাসা মানে আর্চিস গ্যালারি', প্রেম দিবসে আর কী কী রয়েছে তালিকায়

Published : Feb 07, 2020, 12:29 PM ISTUpdated : Feb 07, 2020, 01:30 PM IST
'ভালোবাসা মানে আর্চিস গ্যালারি', প্রেম দিবসে আর কী কী রয়েছে তালিকায়

সংক্ষিপ্ত

প্রেম সপ্তাহে প্রিয়জনকে সাত দিনে সাত উপহার প্রিতবছরের মতই এবারও আর্চিস সেজে উঠল নতুন নতুন গিফটের তালিকাতে থাকছে কী কী এবারে উপহারের দাম কেমন থাকছে আর্চিসে

পড়ল প্রেম সপ্তাহ। ভরে উঠল আর্চিস গ্যালারির তাক। শহরের বিভিন্ন প্রান্তে থাকা গিফটের দোকানে ফেব্রুয়ারি মাস পড়তেই ভিড় জমিয়েছেন ক্রেতারা। প্রেমিক প্রেমিকাদের নিত্য নতুন দাবি মেটাতে বাজারে আছসে নতুন কত কী। কে কতটা চমক দিতে পারে উপহারে। সেই বিষয়টা মাথায় রেখেই প্রতিবছর সেজে ওঠে আর্চিস গ্যালারি। 

আরও পড়ুনঃ প্রেমের ফাঁদে সাতে সাত পেতে চান, জেনে নিন কোন দিনে বিশেষ কী

এবারেও তাঁদের তালিকাতে রয়েছে একাধিক সামগ্রি। প্রথমেই আসা যাক কার্ডের কথায়। টানা সাতদিন ব্যাপী এই প্রেম পালনে কার্ড একটা অবিচ্ছেদ্য অঙ্গ। সঙ্গে চাই গোলাপ। সেই কার্ডের বাহার মানেই আর্চিস। কার্ডের ভাঁজে ভাঁজে থাকা কোটেশন, কিংবা নতুন কোনও কায়দায় তুলে ধরা বার্তাই যেন বেশি চমক জোগায়। এবার থাকছে বিশেষ মিউজিক কার্ড। যার দাম করা হয়েছে ৪৯৯ টাকা। 

কার্ডের পাশাপাশি থাকছে আরও উপহারের চমক। বিয়ার মগ, কফি মগ, পারফিউম, হ্যান্ড মেড চকোলেট, থাকছে ব্যাগ। চকোলেটের দাম ১৬০ থেকে শুরু হচ্ছে। ব্যাগের কালেকশনও রয়েছে অনেক। তবে এবারের বিশেষ তালিকাতে রেখে দেওয়া হয়েছে একটি গিফট বক্স। যেখানে মিলবে একই সঙ্গে অনেককিছু। বিভিন্ন বক্সে গিফট রয়েছে বিভিন্ন দাম শুরু ৪৯৯ টাকা থেকে। 

PREV
click me!

Recommended Stories

পুরনো প্রেম যদি ফিরে আসে নতুন করে জীবনে তাহলে এই কয়েকটি বিষয় অবশ্যই সতর্ক থাকুন!
জানুয়ারি মাসে বিবাহবিচ্ছেদ বাড়ে? কারণটা কী?