Saraswati Puja 2022: বাগদেবীর হাত ধরে বরাবরই প্রেম আসে শহরে, দেখে নিন বর্তমান প্রজন্মের কাছে প্রেম কতটা বদলেছে

Published : Feb 02, 2022, 04:41 PM ISTUpdated : Feb 02, 2022, 04:51 PM IST
Saraswati Puja 2022: বাগদেবীর হাত ধরে বরাবরই প্রেম আসে শহরে, দেখে নিন বর্তমান প্রজন্মের কাছে প্রেম কতটা বদলেছে

সংক্ষিপ্ত

বাঙালির কাছে বরাবরই দুটি প্রেম দিবস। একটি ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) আর অন্যটি হল সরস্বতী পুজো (Saraswati Puja)। তবে, টেক বাঙালির সরস্বতী পুজো আর আগের মতো নেই। দেখে নিন প্রেমের একাল সেকাল।

বাসন্তী রঙের ঢাকাই শাড়ি, সঙ্গে মায়ের লাল ব্লাউজ। চোখে কালো কাজল আর লাল টিপ, আর লাল লিপস্টিক (Lipstick) পরে সুন্দর করে সেজেগুজে পৌঁছে যাওয়া স্কুলে। একটা সময় সরস্বতী পুজো (Saraswati Puja) ছিল ঠিক এমনই। এক সপ্তাহ আগে থেকে মায়ের আলমারি ঘেঁটে শাড়ি বের করা, মায়ের ব্লাউজ কষ্টে শিষ্টে ফিটিংস করা। আর শাড়ির সঙ্গে মানানসই গয়না খুঁজতে চলত জোড় কসরত। নিজের জ্যাঠতুতো দিদি হোক কিংবা পাড়ার দিদি- কারও থেকে একটা হার যেন জোগাড় করতেই হবে।

শুধু মেয়েরা নয়, সরস্বতী পুজোতে কী পঞ্জাবি পরবেন, তা নিয়ে ছেলেদেরও মাথা ব্যথা কম ছিল না। পঞ্জাবি তার সঙ্গে ম্যাচিং জুতো (Shoes) আর একটা সানগ্লাস মাস্ট। একটা সময় সরস্বতী পুজোর আনন্দটা ছিল এমনই। আর প্রেমটাও ছিল একেবারে আলাদা। পছন্দের মানুষকে স্কুল ইউনিফর্মের বাইরে একবার দেখার জন্য চলত অধীর অপেক্ষা। সে যুগে মুঠোফোন না থাকলেও, যোগাযোগের সামান্য সমস্যা ছিল না। ঘন্টার পর পর ঘন্টা স্কুলের বাইরে অপেক্ষা কিংবা সাইকেল নিয়ে গার্লস স্কুলের সামনে ঢো মারা। অথবা প্রতিমা দর্শনের অজুহাতে স্কুলে ঢুকে মনের মানুষকে খোঁজা। মা-বাবার কঠিন শাসন থেকে সামান্য বিরতি পেয়ে দিনটা সকলে মনের মতো করে উপভোগ করত। আর হবে নাই বা কেন, দিনটা যে বাঙালির প্রেম দিবস।

বাঙালির কাছে বরাবরই দুটি প্রেম দিবস। একটি ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) আর অন্যটি হল সরস্বতী পুজো (Saraswati Puja)। তবে, বর্তমান প্রজন্মের কাছে সরস্বতী পুজোর প্রেমের সংজ্ঞা একেবারে বদলেছে। এখন হলুদ শাড়ি নয়। এখনকার প্রজন্ম ফিউশন পোশাকে বেশি অভ্যস্ত। তাদের মায়ের শাড়ি-ব্লাউজ-জুতোয় পুজো কাটাতে হয় না। বরং, পুজোর এক সপ্তাহ আগেই তাদের বাড়িতে হাজির হয় অনলাইনের (Online) অর্ডার করা সরস্বতী পুজোর পোশাক। প্রেমিকের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা নয়, বরং মোবাইল ফোনের দৌলতে এক সময় বাড়ি থেকে বের হওয়া। আধুনিক প্রযুক্তির জন্য বর্তমান প্রজন্মের কাছে সব ক্ষেত্রেই নানা সুযোগ সুবিধা বেড়েছে, একথা ঠিক।

আরও পড়ুন: Saraswati Puja 2022: জেনে নিন কেন বসন্ত পঞ্চমী তিথিতেই দেবী সরস্বতীর পূজা করা হয়

আরও পড়ুন: Saraswati Puja 2022: বাগদেবীর আরাধনার দিন গোনা শুরু, এক নজরে ২০২২ সালের সরস্বতী পূজার নির্ঘন্ট

তবে, প্রেম যে বদলেছে এমন নয়। এখনও এই দিন শহরের বিভিন্ন পার্কে দেখা মেলে একাধিক ভালোবাসার মানুষের। হাত ধরে পার্কে ঘোরা, কিংবা সিনেমা হলে একান্তে সময় কাটানোর জন্য এটাই যে সেরা সময়। সরস্বতী পুজোর দিন পছন্দের মানুষকে মনের কথা বলতে গোলাপ হাতে হাজির হয় অনেকে প্রেমিক। তাই বলা চলে, আজও বাঙালি সেই ঐতিহ্য বহন করে চলেছে। সরস্বতী পুজো এখনও প্রেম দিবস হিসেবেই উদযাপিত হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে।  
 

PREV
click me!

Recommended Stories

পুরুষের বিয়ের বয়স ২১ হলেও লিভ-ইন করা যাবে ১৮ থেকে, বড় পর্যবেক্ষণ রাজস্থান হাইকোর্টের
ব্রেকআপের পর ঠিক কী কী করণীয়? এই কাজগুলি পুরোনো প্রেম ভুলিয়ে দেবে