Saraswati Puja 2022: এক ঝাঁক হলুদ পরীর মধ্যে একজনের কথা মনে আসছে, এই কয়টি অনুভূতি বলে দেবে আপনি প্রেমে পড়ছেন

বাঙালির কাছে বরাবরই দুটি প্রেম দিবস। একটি ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) আর অন্যটি হল সরস্বতী পুজো (Saraswati Puja)। সরস্বতী পুজো মানেই Love At First Sight। স্কুল ইউনিফর্মের বাইরে অন্য সাজে পছন্দের মানুষকে দেখে প্রেমে পড়াটা স্বাভাবিক। এই প্রেমের দিনে হলুদ পরীদের মধ্যে একাধিক জনকে পছন্দ হতেই পারে। কী করে বুঝবেন কারও প্রেমে পড়েছেন।  

চারিদিকে শুরু হয়ে গিয়েছে সরস্বতী পুজোর প্রস্তুতি। স্কুল থেকে পাড়ার প্যান্ডেলে শুরু হয়েছে মন্ডপ সজ্জা। কাল-পরশুম মধ্যেই এসে যাবে দেবী প্রতিমা। করোনা কালেও দেবী বন্দনায় মেতে উঠেছেন সকলে। এই একটা দিন পড়া থেকে ছুটি। হলুদ পোশাকে সেজে স্কুলে স্কুলে প্রতিমা দর্শন। শুধু দেবী বন্দনা নয়, সরস্বতী পুজোর আরও একটি বিশেষ আকর্ষণ হল পুজো প্রেম। বাঙালির কাছে বরাবরই দুটি প্রেম দিবস। একটি ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) আর অন্যটি হল সরস্বতী পুজো (Saraswati Puja)। সরস্বতী পুজো মানেই Love At First Sight। স্কুল ইউনিফর্মের বাইরে অন্য সাজে পছন্দের মানুষকে দেখে প্রেমে পড়াটা স্বাভাবিক। এই প্রেমের দিনে হলুদ পরীদের মধ্যে একাধিক জনকে পছন্দ হতেই পারে। কী করে বুঝবেন কারও প্রেমে পড়েছেন।  

ঠাকুর দেখতে গিয়ে চোখে পড়েছে এক রাশ হলুদ পরীর। কাকে ছেড়ে কার দিকে তাকাবেন ভেবে পাচ্ছিলেন না। কিন্তু, বাড়ি ফিরে কি একটি মেয়ের কথা বারে বারে মনে পড়ছে? তাহলে বুঝতে হবে, আপনি প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেলেছেন। সরস্বতী পুজোর দিন Love At First Sight হতেই পারে। 

Latest Videos

রাস্তায় যখনই তাকে দেখছেন, তখনই কি কাজে উদ্যোগ পাচ্ছেন? তাকে দেখলে একটা মন ভালো লাগা অনুভূত হচ্ছে? এমন হলে বুঝবে, তাকে আপনি ভালোবেসে ফেলেছেন। সরস্বতী পুজোর দিন আপনার জীবনে প্রেম আসতেই পারে। 
 
তার কথা ভেবে মনে মনে হাসছেন। কথায় কথায় তার কথা মনে হচ্ছে। তার কথা বলার ধরন, তার হাসি, তার চোখের চাহনি মনে পড়ছে। মনে পড়লেই মনে মনে হাসছেন। তাহলে বুঝতে হবে Love At First Sight এর শিকার আপনার মন। 

হলুদ শাড়ি, চোখে কালো কাজল আর ঠোঁটে লাল লিপস্টিকে প্রথমবার দেখলেন আপনার ক্লাসমেটকে। প্রথমবার এমন সাজে দেখে বেশ অবাক লেগেছিল। বাড়ি ফিরে থেকেই যদি দেখেন তার কথা মনে আসছে, তাকে খুব চেনা লাগছে, বার বার তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে- এমন হলে বুঝতে হবে আপনি প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেলেছেন। 

তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বন্ধুদের মাঝে একজন বান্ধবীর সঙ্গেই কথা বলে চলেছেন, তার কেয়ার করছেন, এমন হলে বুঝতে হবে সেই মানুষটিকে আপনি ভালোবেসে ফেলেছেন। বুঝতে হবে সরস্বতী পুজোর দিনে আপনার মনে প্রেমের জোয়ার এসেছে। 
 

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla