সম্পর্ক ভালো করতে চলে অনেক রকম অ্যাডজাস্টমেন্ট (Adjustment)। তা সত্ত্বেও চলতে থাকে অশান্তি। সমস্যা মেটাতে চাইলে সবার আগে সম্পর্ক মজবুত করুন। রইল কয়টি টোটকা (Tips)। এই টোটকা মেনে চললে সম্পর্ক মজবুত হবে, সঙ্গে দূর হবে সকল অশান্তি।
প্রেম হোক কি দাম্পত্য জীবন, সুখী হোক তা সকলেরই কাম্য। কিন্তু, সম্পর্ক ভালো করতে চলে অনেক রকম অ্যাডজাস্টমেন্ট (Adjustment)। তা সত্ত্বেও চলতে থাকে অশান্তি। সমস্যা মেটাতে চাইলে সবার আগে সম্পর্ক মজবুত করুন। রইল কয়টি টোটকা (Tips)। এই টোটকা মেনে চললে সম্পর্ক মজবুত হবে, সঙ্গে দূর হবে সকল অশান্তি।
একান্তে সময় কাটান দুজনে। নিজেদের জন্য সময় বের করুন। হয়তো কাজের চাপে আজকাল ভালো করে গল্প করা হয়ে ওঠে না। এবার এই সপ্তাহে সেই অভাব পূরণ করুন। নিজের ঝগড়ার প্রসঙ্গ তুলবেন না। বরং, ভালো মুহূর্তে আলোচনা করুন। দেখবেন সকল অশান্তি দূর হবে। মনের কথা ভুলে বলুন। ভুল বোঝাবুঝি দূর হবে এতে।
একে অন্যকে বোঝার চেষ্টা করুন। নিজের মত অন্যের ওপর চাপিয়ে দেবেন না। বিপরীতে থাকা মানুষটিকে বদলানোর (Change) চেষ্টা করবেন না। নিজের মত অন্যের ওপর চাপিয়ে দেওয়ার মতো ভুল করবেন না। এতে আপনাদেরই সম্পর্ক খারাপ হবে। আর যে কোনও ক্ষেত্রে দুজনে ইচ্ছেকে গুরুত্ব দিন। তা না হলে, অশান্তি হতেই পারে। একে অন্যকে যতটা ভালো করে বুঝবেন, সম্পর্ক ততটা মজবুত হবে।
না জেনে মন্তব্য করবেন না। এতে সম্পর্ক খারাপ হয়। কোনও বিষয় নিয়ে অশান্তি করার আগে জেনে নিন ঘটনাটা কী ঘটেছিল। এতে সম্পর্ক ভালো থাকবে। দুজনের মধ্যে ভালো বন্ডিং তৈরি করতে চাইলে আপনার বে ফাঁস মন্তব্য করার অভ্যেস (Habits) ত্যাগ করুন।
সন্দেহ থেকে সম্পর্ক ভাঙে। তাই সন্দেহ করার স্বভাব থাকলে তা ত্যাগ করুন। সম্পর্ক বাঁচাতে চাইলে এবং মজবুত করতে চাইলে সন্দেহ করবেন না। সন্দেহের বসে না বলে মোবাইল (Mobile) ঘাঁটা, অন্যের থেকে লুকিয়ে খবর নেওয়ার স্বভাব দূর করুন। এই অভ্যেস থেকে সম্পর্ক ভেঙে যায়। তাই সম্পর্ক মজবুত করতে চাইলে নিজের স্বভাবের বদল করুন।
অন্যের আচরণ খারাপ লাগতেই পারে। তাই বলে আপনার খারাপ লাগা জানাবেন না এমন নয়। তার আচরণ (Attitude) খারাপ লাগলে বুঝিয়ে বলুন। কী কারণে আপনার খারাপ লেগেছে তা জানান। এমন কথা মনের মধ্যে চেপে রাখলে অশান্তি বাড়তে। সম্পর্ক মজবুত করতে চাইলে মন খুলে কথা বলুন। মনের কথা জানান। দেখবেন অশান্তি দূর হবে।
আরও পড়ুন: প্রমিস করার আগে মাথায় রাখুন কয়টি জিনিস, এমন প্রতিশ্রুতি দিন যা পালন করা সম্ভব
আরও পড়ুন: প্রেম সপ্তাহ কাটছে একা একা, জেনে নিন সিঙ্গেলরা কীভাবে পালন করবেন
আরও পড়ুন: রিল টু রিয়েল, ভ্যালেনটাইন্স ডে-র আগেই প্রেম পরিনতি পেল শুভ পরিণয়ে