এই কয়টি লক্ষণ দেখলে বুঝবেন স্ত্রী তৃতীয় ব্যক্তির প্রতি আশক্ত, জেনে নিন কী কী

গত ছয় মাস ধরে দেখছেন করছে স্ত্রী কথায় কথায় ডিভোর্সের (Divorce) কথা বলে। সম্পর্কে তৃতীয় ব্যক্তি (Third Person) আসতেই পারে। বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital Affair) জন্য বহু বিয়ে ভাঙে। স্ত্রীর মধ্যে এই কয়টি আচরণ দেখলে বুঝবেন, সে তৃতীয় কোনও ব্যক্তির প্রতি আশক্ত।  

দাম্পত্য কলহ ক্রমেই বেড়ে চলেছে। গত ছয় মাস ধরে দেখছেন করছে স্ত্রী কথায় কথায় ডিভোর্সের (Divorce) কথা বলে। তার আচরণ ইদানিং একেবারে বদলে গিয়েছে। আপনরা দুজন শেষ করে হেঁসে গল্প করেছেন মনে নেই। আজকাল কথা মানেই ঝগড়া। দুজন এক ছাদের তলায় থাকলেও, আলাদা জীবনযাপন করেন। দরকার ছাড়া কথা বলেন না, এমনকী সে সারাক্ষণই আপনাকে এড়িয়ে চলে। আপনি নিজের ভুলে যতটা পারে শুধরে নেওয়ার চেষ্টা করেন, তাতেও সম্পর্কের (Relationship) কোনও উন্নতি হয় না। স্ত্রীর আচরণ দেখে প্রায়ই আপনার মনে হয় সে কারও সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে। সম্পর্কে তৃতীয় ব্যক্তি (Third Person) আসতেই পারে। বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital Affair) জন্য বহু বিয়ে ভাঙে। স্ত্রীর মধ্যে এই কয়টি আচরণ দেখলে বুঝবেন, সে তৃতীয় কোনও ব্যক্তির প্রতি আশক্ত।  

সারাক্ষণ অশান্তি (Problems) চলছে দুজনের। আজকাল হয়তো দেখা হলেও দুজন ঝগড়া করেন। ঝগড়ার শুরুটা স্ত্রীই রোজ করে কি? কারণ ছাড়া ঝগড়া করে কিংবা সুযোগ খোঁজে অশান্তি করার? এমন হলে, সতর্ক হন। অনেক সময় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেড়ে এমনটা হতে পারে। 

Latest Videos

অন্য লোকের সঙ্গে তুলনা করে আপনার? সারাক্ষণ বোঝাতে চেষ্টা করে সে কতটা খারাপ আছে? অনেক সময় কেউ বিবাহ বহির্ভূত (Extra Marital Affairs) সম্পর্কে জড়িয়ে পড়লে এমনটা করে। তবে, শুরুতেই সন্দেহ করা উচিত নয়। আগে বোঝার চেষ্টা করুন, আপনির দিকে সত্যিই কোনও খামতি আছে কিনা, তারপর কোনও সিদ্ধান্ত নেবেন। 

যদি দেখেন সবক্ষেত্রে স্ত্রীর অত্যাধিক চাহিদা বেড়ে গিয়েছে, সে এমন এমন জিনিস দাবি করছে যা আপনার সাধ্যের বাইরে, কিংবা চাহিদা পূরণ করতে না পারলে বিয়ে ভাঙার কথা বলছে তাহলে সতর্ক হন। এমন আচরণ (Attitude) মোটেই স্বাভাবিক নয়। 

কোনও কিছুতেই আপস করতে চাইছে না সে, রোজই বাড়ছে তার চাহিদা, আপনার কোনও কথাতেই তার সায় নেই, এমনকী আজকাল সারাক্ষণ আপনাকে এড়িয়ে চলছে। এমন আচরণ দেখলে বুঝতে হবে কোনও সমস্যা রয়েছে। কোনও সম্পর্কে কেউ থাকতে না চাইলে, তবেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবে। এমন হলে সতর্ক হন। 

যদি দেখে সে কথায় কথায় সম্পর্ক ভাঙার কথা বলে, কোনও সমস্যাই মিটিয়ে নিতে চায় না, তাহলে সতর্ক হন। সম্পর্কে সমস্যা আসতেই পারে। তবে, তা ঠিক করতে না চেয়ে বেরিয়ে যেতে চাইলে বুঝতে হবে, সে অন্য কারও প্রতি আগ্রহী। 

আরও পড়ুন- আপনার সঙ্গীর কি এই গুনগুলি আছে, তবে কখনোই তার সঙ্গ ছাড়া উচিত নয়

আরও পড়ুন- এই ১০ কারণে হতে পারে দাম্পত্য অশান্তি, জেনে নিন কোন কোন বিষয় সতর্ক থাকবেন

আরও পড়ুন- নেইল এক্সটেনশন করার আগে মেনে চলুন এই টোটকা, পার্লার নয় ঘরে করুন নখের সজ্জা
 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন