এই ১০টি অনুভূতি বলে দেবে আপনি তার প্রেমে পড়েছেন, জেনে নিন কী কী
- FB
- TW
- Linkdin
হয়তো আজ তাকে কলেজে প্রথম দেখেছেন। তারপর থেকে শুধুই তাকে দেখতে ইচ্ছে হচ্ছে। সব ভিড়ে, আপনার চোখ শুধু সেই মানুষটাকেই খুঁজছে। এমন হলে, বুঝবেন আপনি তার প্রেমে পড়েছেন। লাভ অ্যাট ফাস্ট সাইটে এমন অনুভূতি সবার আগে হয়। বার বার তাকে দেখতে চাওয়া, কথা বলতে ইচ্ছে হওয়ার অর্থ আপনি প্রেমে পড়েছেন।
তাকে দেখলে আচরণ বদলে যায়। যদি দেখেন সে সামনে এলেই আপনার শারীরিক ভাষা পরিবর্তন হচ্ছে, আপনি আস্তে কথা বলছেন? অথবা কেমন নার্ভাস লাগছে? তাহলে বুঝতে হবে তার প্রতি আপনার অনুভূতি জন্ম হয়েছে। প্রেমে পড়লে এমন পরিবর্তন হয়। এমনকী, অন্য কারও শারীরিক ভাষা বলে দেবে সে আপনাকে পছন্দ করে কিনা।
তার কথা মনে আসলেই আপার মুখে হাসি আসে। কেউ তার কথা বললে আপনি হয়তো লজ্জা পান। এমন আচরণের অর্থ সেই মানুষটি আপনার মনে জায়গা পেয়েছে। লজ্জা পাওয়া কিংবা লাজুক হাসি তখনই আসবে, যদি আপনি কাউকে পছন্দ করেন। স্বভাবে এমন পরিবর্তন প্রেমে পড়লেই হয়।
তার কথা ভাব বন্ধ করতে না পারাও কিন্তু প্রেমে পড়ার লক্ষণ। লাভ অ্যাট ফাস্ট সাইটের ক্ষেত্রে এই আচরণে বেশ লক্ষ্য করা যায়। কাউকে প্রথমবার দেখার পর যদি তার কথা কথা বারে বারে মনে আসে তাহলে বুঝতে হবে আপনি তার প্রেমে পড়েছেন।
তার প্রতি আকর্ষণ অনুভব করছেন, তার সঙ্গে হয়তো কথা বলেত ইচ্ছে হচ্ছে। বারে বারে মনে হচ্ছে তার খবর নিই, গল্প করি। এমন হলে বুঝবেন আপনি তার প্রতি প্রেমে পড়েছেন। প্রেমে পড়তে তার প্রতি যেমন আকর্ষণ অনুভব করবেন, তেমনই অধিকার অনুভব করবেন।
দোষে-গুণে পরিপূর্ণ সকল মানুষ। হয়তো আপনি তার একাধিক দোষের কথা জানেন। কিন্তু তা বর্তমানে উপেক্ষা করে চলেছেন। তার সব ভুল উপেক্ষা করে তার সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখার ইচ্ছে হচ্ছে। এমন বলে বুঝতে হবে. আপনি সেই মানুষটার প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
প্রতি মুহূর্তে তাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন। সর্বক্ষণ আপনার মনে সংশয় কাজ করছে। হয়তো ভাবছেন, সে আপনাকে পছন্দ করবে না। হয়তো বা ভাবছেন তার জীবনে অন্য কেউ আছে। এমন হলে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন। মানুষ যাকে ভালোবাসে তাকেই হারানোর ভয় পায়।
মন সারাক্ষণ অস্থির লাগছে, হঠাৎ করে আনে আনন্দ আসছে। আনন্দের কারম খুঁজে পাচ্চে না, তবে আনন্দ অনুভূত হচ্ছে। সারাক্ষণ আপনার মুখে হাসি লেগেই আছে, এমন হলে বুঝবেন আপনি প্রেমে পড়েছেন।
তার জন্মদিন, তার পছন্দের খাবার ও তার অন্যান্য সকল পছন্দ কি সে মনে থাকছে আপনার। তার বিষয় আপনি চিন্তিত অথবা যত্নশীল হয়ে উঠছেন। নিজের আচরণ দেখে বোঝার চেষ্টা করুন এই দুটি বিষয়। কাউকে আপনি পছন্দ করলে তার যত্নশীল (Caring) আচরণের প্রকাশ পাবে।
নিজের পরীক্ষা করে দেখুন সে আপনাকে পছন্দ করে কি না। সে আপনাকে মেসেজ (Message) করতে তখনই উত্তর দেবেন না। কিংবা, কোথাও দেখা করার পরিকল্পনা করুন। সেখানে দেরি করে পৌঁছে দেখুন তার প্রতিক্রিয়া। যদি দেখেন সে আপনার জন্য অপেক্ষা করছে তাহলে বুঝবেন সে আপনাকে পছন্দ করে।