প্রথম যৌন মিলন কবে করা উচিত, কী বলছেন তরুণ-তরুণীরা


প্রথম যৌন মিলন কবে করা উচিত এনিয়ে সবার মনে প্রশ্নের ভিড়। বৃটিশদের যৌনতা বিষয় একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে যে,  তরণ-তরণীদের অনেকেই মনে করেন, 'সঠিক সময়ে তাঁদের যৌন মিলন হয়নি।'

 

প্রথম যৌন মিলন (First Sexual Intercourse ) কবে করা উচিত এনিয়ে সবার মনে প্রশ্নের ভিড়। বৃটিশদের যৌনতা বিষয় একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে যে, তরুণদের অন্যতম আফসোসে বিষয় হল, উপযুক্ত বয়েসের অনেক আগেই প্রথম যৌনমিলন করা হয়। তরণ-তরণীদের অনেকেই মনে করেন, 'সঠিক সময়ে তাঁদের যৌন মিলন হয়নি।'

সমীক্ষায় অংশ নেওয়া কিশোর এবং তরুণদের এক তৃতীয়াশের বেশি নারী এবং এক চতুর্থাংশের বেশি পুরুশ মনে করেন যে তাঁরা, প্রথম যখন যৌন সঙ্গম করেন, সেটির 'সঠিক সময়' ছিল না। আইন অনুযায়ী যুক্তরাজ্যে যৌন মিলনের সম্মতি প্রদানের জন্য, কোনও ব্যাক্তিকে অন্তত ১৬ বছর বয়সী হতে হয়। যুক্তরাজ্যের মানুষের যৌন আচরণ এবং জীবনধারা নিয়ে একটি জরিপের  পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, ওই বয়েসে অনেকেই যৌন মিলনের জন্য প্রস্তুত থাকে না। ন্য়াটসাল সার্ভে নামে পরিচিত এই জরিপটি প্রতি দশকেরই পরিচালনা কার হয়ে থাকে। লন্ড স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে অংশ নেওয়া প্রায় ৩ হাজার তরুণ তরুণীদের দেওয়া তথ্য ব্যবহার করেছেন এই জরিপে।

Latest Videos

আরও পড়ুন, সঙ্গমের পর কী করলে শরীর ভাল থাকবে, জানুন বিস্তারিত  

অংশ নেওয়া প্রায় ৩ হাজার তরুণ তরুণীদের দেওয়া তথ্য থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু কথা। ৪০ শতাংশ নারী এবং ২৬ শতাংশ পুরুষ মনে করেন, তাঁদের যৌন মিলন সঠিক বয়েসে হয়নি। এদের অধিকাংশই মনে করেন যে, কৌমার্য বা কুমারীত্ব পরিত্যাগ করার আগে তাঁদের আরও অপেক্ষা করা উচিত ছিল।  তবে স্বল্প সংখ্যক উত্তরদাতা প্রথম যৌন সঙ্গম আরও আগে সংগঠনের পক্ষে যান। অধিকাংশ  তরুণ তরুণীই ১৮ বছর বয়েস হওয়ার আগেই প্রথমবার যৌন মিলনের অভিজ্ঞতা নিয়েছেন এক তৃতীয়াংশ জন। জানা গিয়েছে, নারীদের প্রায় অর্ধেক এবং পুরুষদের ৪০ শতাংশ এই ক্ষেত্রে অকার্যকর হয়েছেন। নারীদের প্রতি ৫ জনে একজন এবং পুরুষের প্রতি ১০ জনে চার জন প্রথম মিলনের সময় যৌন সঙ্গী সমান আগ্রহী ছিলেন না। অর্থাৎ তাঁরা মনে করেন তাঁদের যৌন সঙ্গীরা অনেকটা চাপে পড়েই প্রথম মিলতে সম্মতি দিয়েছিলেন।  

আরও পড়ুন, সম্পর্কের একঘেয়েমি কাটাতে কী করবেন, রইল একগুচ্ছ ফান্ডা

তবে ন্যাটসাল সার্ভের প্রতিষ্ঠাতা কায়ে উইলিংস মনে করেন যে, 'কোনও ব্যক্তি যৌন মিলনের জন্য প্রস্তুত কিনা , তা বয়েসের মানদণ্ডে যাচাই করা উচিত নয়। প্রত্যেক তরুণই আলাদা। কেউ ১৫ বছর বয়েসে যৌন মিলনের জন্য প্রস্তুত হয়। আবার কেউ ১৮ বছর বয়েসেও প্রস্তুত না থাকতে পারেন। '

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia