শুভ মহাসপ্তমীতে প্রিয়জন আত্মীয় বন্ধুদের শেয়ার করুন এই শুভেচ্ছাবার্তাগুলি, রইল হদিশ

Published : Oct 21, 2023, 08:00 AM ISTUpdated : Oct 21, 2023, 09:32 AM IST

চলছে শারোদৎসব। সকলেই চান এই কদিন আনন্দে কাটুক। এবার পুজোর দিনে সকলকে জানান শুভেচ্ছা। রইল সপ্তমীর ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ।

PREV
110

সপ্তমী মানে অপেক্ষা শেষ,

মন জুড়ে পুজোর আবেশ। শুভ সপ্তমী।

210

পুজোর এই পাঁচ দিন ভরে উঠুক আনন্দে,

তোমাকে ও তোমার পরিবারের সকলকে সুস্থ রাখুক মা

এই প্রার্থনা করি। শুভ মহা সপ্তমী।

310

মা দুর্গার আগমনে দুঃখ ঘুচে যাক,

যে যেখানে আছে সবাই ভালো থাক..,

শুভ মহা সপ্তমী।

410

মহাসপ্তমীর এই শুভক্ষণে মাকে জানাই প্রণাম,

সারা বছর আনন্দ ও খুশিতে কাটুক সকলের। শুভ সপ্তমী।

510

নীল আকাশে মেঘের ভেলা,

পদ্ম ফুলের পাপড়ি মেলা,

ঢাকের তাল কাশের খেলে

আনন্দ কাটুক সারা বেলা।

শুভ মহা সপ্তমী।

610

মা দুর্গার আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক।

সুখ ও সমৃদ্ধি আসুক আপনার পরিবারে।

শুভ মহা সপ্তমী।

710

মায়ের আশীর্বাদে আমাদের জীবনের সমস্ত পাপ ও বাধা ধ্বংস হয়ে যাক।

শুভ মহা সপ্তমী।

810

দুর্গা রূপে মা এসেছে ঘরে

সর্বত্র সুখের অমৃত ঝরে।

মহা সপ্তমীতে দেবীর মায়াতে মোহিত সর্বত্র দুনিয়া

সকলকে জানাই সপ্তমীর শুভেচ্ছা।

910

ঢাকের কাঠি উঠল বেজে

মা আসছেন সেজে গুজে

চারিদিকে আজ মাতন লাগে

পুজোর দিন যেন ভালো কাটে।

শুভ মহা সপ্তমী।

1010

ঢাক বাজাচ্ছে ঢ্যাং কুড়াকুড়

মনের ভিতর পুজোর বাদ্যি

শিউলি তলায় খুশির মেলা

শুভ হোক তোমার সপ্তমী

শুভ মহা সপ্তমী।

Read more Photos on
click me!

Recommended Stories