চলছে শারোদৎসব। সকলেই চান এই কদিন আনন্দে কাটুক। এবার পুজোর দিনে সকলকে জানান শুভেচ্ছা। রইল সপ্তমীর ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ।
সপ্তমী মানে অপেক্ষা শেষ,
মন জুড়ে পুজোর আবেশ। শুভ সপ্তমী।
পুজোর এই পাঁচ দিন ভরে উঠুক আনন্দে,
তোমাকে ও তোমার পরিবারের সকলকে সুস্থ রাখুক মা
এই প্রার্থনা করি। শুভ মহা সপ্তমী।
মা দুর্গার আগমনে দুঃখ ঘুচে যাক,
যে যেখানে আছে সবাই ভালো থাক..,
শুভ মহা সপ্তমী।
মহাসপ্তমীর এই শুভক্ষণে মাকে জানাই প্রণাম,
সারা বছর আনন্দ ও খুশিতে কাটুক সকলের। শুভ সপ্তমী।
নীল আকাশে মেঘের ভেলা,
পদ্ম ফুলের পাপড়ি মেলা,
ঢাকের তাল কাশের খেলে
আনন্দ কাটুক সারা বেলা।
মা দুর্গার আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক।
সুখ ও সমৃদ্ধি আসুক আপনার পরিবারে।
মায়ের আশীর্বাদে আমাদের জীবনের সমস্ত পাপ ও বাধা ধ্বংস হয়ে যাক।
দুর্গা রূপে মা এসেছে ঘরে
সর্বত্র সুখের অমৃত ঝরে।
মহা সপ্তমীতে দেবীর মায়াতে মোহিত সর্বত্র দুনিয়া
সকলকে জানাই সপ্তমীর শুভেচ্ছা।
ঢাকের কাঠি উঠল বেজে
মা আসছেন সেজে গুজে
চারিদিকে আজ মাতন লাগে
পুজোর দিন যেন ভালো কাটে।
ঢাক বাজাচ্ছে ঢ্যাং কুড়াকুড়
মনের ভিতর পুজোর বাদ্যি
শিউলি তলায় খুশির মেলা
শুভ হোক তোমার সপ্তমী