ক্ষুদ্রতম দুর্গাপ্রতিমা তৈরি করে সবার মন জয় করে নিয়েছে গঙ্গাসাগরের দেবতোষ দাস। তিনি দুর্গা প্রতিমা করেছেন পেন্সিলের সিস দিয়ে। তাঁর এই দুর্গাপ্রতিমা বানাতে সময় লেগেছে চার দিন।
অপেক্ষা মাত্র কয়েকটা দিনের। কয়েকদিন পরে উমা সপরিবারে আসছে তার বাপের বাড়িতে। উমার আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। ইতিমধ্যেই ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করে সবার মন জয় করে নিয়েছে, গঙ্গাসাগরের দেবতোষ দাস। পেন্সিলের মোচ দিয়ে দুই ইঞ্চির প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে দেবতোষ। চার দিনের অক্লান্ত পরিশ্রমে নিপুন হাতে উমার সপরিবারের নিদারুণ প্রতিমা তৈরি করেছে দেবতোষ।