
Durga Puja 2025 : ৩৫ কেজি সোনা, ২.৫ কুইন্টাল রুপোয় মোড়া কটকের দুর্গা 'চণ্ডী মেধা'
Durga Puja 2025 : ওড়িশার কটকের চৌধুরী বাজার দুর্গাপুজো এবছর নজর কেড়েছে। ৩৫ কেজি সোনা ও ২.৫ কুইন্টাল রুপো দিয়ে গড়া হয়েছে বিখ্যাত 'চণ্ডী মেধা'। কটকের বিশ্বখ্যাত ফিলিগ্রি শিল্পকলার অনন্য প্রদর্শন এই সাজসজ্জা।
Durga Puja 2025 : ওড়িশার কটকের চৌধুরী বাজার দুর্গাপুজো এবছর নজর কেড়েছে। ৩৫ কেজি সোনা ও ২.৫ কুইন্টাল রুপো দিয়ে গড়া হয়েছে বিখ্যাত 'চণ্ডী মেধা'। কটকের বিশ্বখ্যাত ফিলিগ্রি শিল্পকলার অনন্য প্রদর্শন এই সাজসজ্জা। ভক্তি আর নিখুঁত হস্তশিল্পের মিশেলে তৈরি এই মণ্ডপে সোনার মুকুট, কালিকা এবং ট্যাবলোর উপরে প্রতীকী 'ওম' বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে পুজোর সাজসজ্জায় নতুন মাত্রা যোগ করেছে চৌধুরী বাজার।