Sindur Khela : বিষণ্ণতা থাকলেও দশমীতে সিঁদুর খেলায় মেতে উঠল মালদার রায়চৌধুরী পরিবার

Sindur Khela :প্রথা মেনে পুজো শেষে শুরু হয় সিঁদুর খেলা, যেখানে বাড়ির মেয়ে ও বধূরা একে অপরকে লাল সিঁদুরে রাঙিয়ে আনন্দ ভাগ করে নিলেন। তবে হাসি-আনন্দের মাঝেই বিদায়ের সুরে ভিজে উঠল পরিবারের চোখ।

Share this Video

Sindur Khela : মালদার চাঁচলের কলিগ্রামে রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজোতে আজ দশমীর সকালে সম্পন্ন হল প্রতিমার আরাধনা ও বিশেষ পুজো। প্রথা মেনে পুজো শেষে শুরু হয় সিঁদুর খেলা, যেখানে বাড়ির মেয়ে ও বধূরা একে অপরকে লাল সিঁদুরে রাঙিয়ে আনন্দ ভাগ করে নিলেন। তবে হাসি-আনন্দের মাঝেই বিদায়ের সুরে ভিজে উঠল পরিবারের চোখ। ৩০০ বছরের ঐতিহ্যবাহী এই পুজোতে নবাব আলিবর্দি খাঁ-র নামও জড়িয়ে আছে। রায়চৌধুরী পরিবারের প্রতিমার বিশেষ বৈশিষ্ট্য - সাদা সিংহ ও কার্তিকের পাশে কলাবউ - আজও অটুট থেকে এই প্রাচীন পুজোকে অনন্য মর্যাদা দেয়।

Related Video