এবার ধনতেরাসে আর সোনা-রুপো নয়, খুব কম দামে কিনুন এই কয়েকটি জিনিস, খুশি হবেন মা লক্ষ্মী

দীপাবলি মানেই লক্ষ্মীদেবীর পুজো। এই দিন লক্ষ্মীদেবীর পুজো করলে তিনি ঘরে আসেন বলে বিশ্বাস। আর ধনতেরস তো এখন বাঙালিরই উৎসব হয়ে উঠেছে প্রায়। এই দিন সোনা বা রুপো না কিনে, বাড়িতে নিয়ে আসতে পারেন এই কয়েকটি জিনিস। পকেটের সাধ্যে মিলবে সুখ-শান্তি-সমৃদ্ধি।

 

Parna Sengupta | Published : Oct 18, 2024 1:09 PM IST
110

দীপাবলির আগমন। ছোট-বড় সকলের প্রিয় এই উৎসব। মহিলারা ঘর সাজান, লক্ষ্মী-গণেশের পুজো করেন। সন্ধ্যায় আতসবাজি। 

210

দীপাবলি মানেই লক্ষ্মী পুজো। এই দিন লক্ষ্মী পুজো করলে তিনি ঘরে আসেন বলে বিশ্বাস। 

310

ধনতেরাস দিয়ে শুরু তিন দিনের উৎসব। এই দিন লক্ষ্মী, কুবের, ধন্বন্তরীর পুজো। অনেকে সোনা-রূপো কেনেন, ঘরে সম্পদ বৃদ্ধির আশায়। কিন্তু শুধু সোনা-রূপো নয়, কিছু জিনিস কিনলে ধন লাভ হয়।

410

হিন্দু ধর্মে পানকে লক্ষ্মীর প্রিয় বলে মনে করা হয়। ধনতেরাসে পাঁচটি পান কিনে লক্ষ্মীকে নিবেদন করলে ঐশ্বর্য বৃদ্ধি পায়, লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। পরের দিন পবিত্র নদীতে পান বিসর্জন করাই উচিত।

510

ধনতেরাসে ধনেপাতা কিনুন। ধনেপাতাকে সম্পদের প্রতীক মনে করা হয়। ধনতেরাসে ধনেপাতা কিনলে সম্পদ বৃদ্ধি পায়। ঘরে টাকার অভাব থাকে না।

610

ধনতেরাসে মুড়ি। মুড়িকে শুভ লক্ষণ বলে মনে করা হয়। ধনতেরাসে মুড়ি কিনে ঘরে আনলে ধন লাভ হয়। 

710

ধনতেরাসে সিঁদুর কিনুন। ধনতেরাসে সিঁদুর কিনলে বিবাহিত মহিলাদের অশেষ সৌভাগ্য লাভ হয়।

810

ধনতেরাসে ঝাড়ু কিনুন। ঝাড়ুর সঙ্গে লক্ষ্মীর সম্পর্ক আছে। ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করলে লক্ষ্মী প্রসন্ন হন, ঘরে ধন আসে। এছাড়া ঝগড়া থেকেও মুক্তি মেলে।

910

ধনতেরাসে নুন কিনুন। নুনের নেতিবাচক শক্তি নাশ করার গুণ আছে। ধনতেরাসে নতুন নুন কিনে ঘরে আনলে নেতিবাচক শক্তি দূর হয়, ঘরে আসে ইতিবাচক শক্তি। এর সঙ্গে রাহু দোষও কমে। 

ধনতেরাসে বাসন কিনুন। বাসন কেনা সরাসরি ধন বৃদ্ধির সঙ্গে জড়িত। নতুন বাসন কিনলে ঘরে ঐশ্বর্য আসে।

1010

ধনতেরাসে লক্ষ্মী-গণেশের মূর্তি কিনুন। মা লক্ষ্মীকে ধন দেবী বলে মনে করা হয়। গণেশ বিঘ্ন নাশ করেন। ঘরে তাদের মূর্তি রাখলে জীবনে সুখ, ঐশ্বর্য, সৌভাগ্য আসে। লক্ষ্মী-গণেশের মূর্তি শুভ লক্ষণ। 

ধনতেরাসে হলুদ কিনুন। হলুদকে শুভ, পবিত্রতার প্রতীক বলে মনে করা হয়। ধনতেরাসে হলুদ কিনলে গ্রহ দোষ কমে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos