ধনতেরাসে লক্ষ্মী-গণেশের মূর্তি কিনুন। মা লক্ষ্মীকে ধন দেবী বলে মনে করা হয়। গণেশ বিঘ্ন নাশ করেন। ঘরে তাদের মূর্তি রাখলে জীবনে সুখ, ঐশ্বর্য, সৌভাগ্য আসে। লক্ষ্মী-গণেশের মূর্তি শুভ লক্ষণ।
ধনতেরাসে হলুদ কিনুন। হলুদকে শুভ, পবিত্রতার প্রতীক বলে মনে করা হয়। ধনতেরাসে হলুদ কিনলে গ্রহ দোষ কমে।