লক্ষ্মীদেবীর পূজা করলে ঘরে সুখ, সমৃদ্ধি ও ধন আসে বলে বিশ্বাস করা হয়।
দশেরা উৎসব শেষ। আর দশ দিন পরেই দীপাবলি। এই বছর দীপাবলি ৩১শে অক্টোবর। প্রদীপ দিয়ে ঘর সাজিয়ে লক্ষ্মী, গণেশের পূজা। লক্ষ্মী পূজায় সুখ, সমৃদ্ধি, ধন। দারিদ্র্য দূর। আনন্দ, উন্নতি।
রাবণ বধের পর রাম-সীতা অযোধ্যায় ফেরেন। সেই দিন ধুমধাম করে দীপাবলি। সেই থেকেই এই উৎসব। অনেকে শ্রীরামের পূজা করেন। কয়টি প্রদীপ জ্বালালে ভালো হয়?
দীপাবলিতে কয়টি প্রদীপ?
লক্ষ্মী-গণেশ, ইষ্ট, রান্নাঘর, বাথরুম, দরজা, তুলসী, ছাদ - ৭টি প্রদীপ। পরিষ্কার প্রদীপ। অন্যান্য জায়গায়ও জ্বালাতে পারেন। ৭টি প্রদীপ সমৃদ্ধি আনে।
কোন দিকে প্রদীপ?
দীপাবলি অমাবস্যা। চারদিকে প্রদীপ। পূর্ব দিক শুভ। উত্তরে কুবেরের আশীর্বাদ। পশ্চিম লক্ষ্মীর, ধন লাভ। আর্থিক উন্নতি।
দক্ষিণ দিক যমের। অমাবস্যা যমরাজকে প্রভাবিত করে। দক্ষিণে প্রদীপ জ্বালালে অকাল মৃত্যু হয় না।