মায়াময়ী কলকাতা, সকলের কলকাতা... এ বছর দুর্গাপুজোয় আমাদের ৩০০ বছরের বৃদ্ধা সুন্দরীকে নিয়েই থিম গড়েছে বাবুবাগান।
মায়াময়ী কলকাতা, সকলের কলকাতা... এ বছর দুর্গাপুজোয় আমাদের ৩০০ বছরের বৃদ্ধা সুন্দরীকে নিয়েই থিম গড়েছে বাবুবাগান। মণ্ডপে ঢোকার মুখে আপনাকে স্বাগত জানাবে দ্বিতীয় হুগলি সেতু। ইকো পার্ক থেকে শহিদ মিনার, হাতে টানা রিক্সা, রাইটার্স, সবই রয়েছে মণ্ডপে। এক নজরে কলকাতা দর্শন করে ফেলতে পারেন। দেখুন ভিডিও।