দুর্গাপুজো ২০২৩: দুর্গা পুজোয় অর্ঘ্য প্রদান করুন ফল পাবেন হাতানাতে, আয়ু বল ও যশ বৃদ্ধি পায়

দেবী পক্ষে মানেই মাতৃ আরাধনা, তাই মায়ের কৃপা দৃষ্টি সর্বদা বজায় রাখতে মেনে চলতে হবে বিশেষ কিছু নিয়ম। তার মধ্যে একটি হল দুর্গাপুজোয় অর্ঘ্য দান। এই কারণেই পারিবারিক দুর্গাপুজোগুলিতে শাস্ত্রাচার পালনের উপরেই বেশি জোর দেওয়া হয়।

 

হিন্দুশাস্ত্র মতে, এই দেবীপক্ষ তিথি অত্যন্ত গুরত্বপূর্ণ এবং এই তিথিতে বিশেষ কিছু কাজের ফলে সারাজীবনের জন্য সৌভাগ্য অর্জণ করা যায়। দেবী পক্ষে মানেই মাতৃ আরাধনা, তাই মায়ের কৃপা দৃষ্টি সর্বদা বজায় রাখতে মেনে চলতে হবে বিশেষ কিছু নিয়ম। তার মধ্যে একটি হল দুর্গাপুজোয় অর্ঘ্য দান। এই কারণেই পারিবারিক দুর্গাপুজোগুলিতে শাস্ত্রাচার পালনের উপরেই বেশি জোর দেওয়া হয়।

আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন অবধি শারদীয়া উৎসব তথা দুর্গাপুজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে "দুর্গাষষ্ঠী", "মহাসপ্তমী", "মহাষ্টমী", "মহানবমী" ও "বিজয়াদশমী" নামে অভিহিত করা হয়। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় "দেবীপক্ষ"। দেবীপক্ষের সূচনার অমাবস্যাই হল মহালয়া। এই দিন হিন্দুধর্মাবলম্বীরা তর্পণ করে তাঁদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধানিবেদন করে। দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা। এই দিন হিন্দু দেবী লক্ষ্মীর পুজা করা হয়। কোথাও কোথাও পনেরো দিন ধরে পালিত হয় এই শারদীয়া উৎসব। সে ক্ষেত্রে মহালয়ার আগের নবমী তিথিতে পুজো শুরু হয়।

Latest Videos

দুর্গা পুজোয় অর্ঘ্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন ধরণের অর্ঘ্যে থাকে এক এক প্রকারের কামনা পূরণ হয়ে থাকে। তাই পুজোয় অর্ঘ্য দানের আগে জেনে নিন কোন অর্ঘ্য দানে কী ফল লাভ হয়।

দেবীকে বস্ত্র দান করুন। হিন্দু শাস্ত্র মতে, বস্ত্র প্রদানে সব রকমের সিদ্ধি লাভ হয়। তাছাড়া, সিঁদুর ও আলতা এর সঙ্গে অবশ্যই রাখবেন।

পুজো মানেই প্রচুর টাকা দক্ষিণা হিসেবে দিতে হবে এমনটা মোটেই নয়, ফলপ্রাপ্তির জন্য ষোল আনা দক্ষিণা হিসেবে দিতে পারেন।

অর্ঘ্য হিসেবে ১০৮টি দূর্বা, ১০৮ টি আতপ চাল ও ১০৮ টি যব, এর সঙ্গে আলতা ও সিঁধুর লাল সুতো দিয়ে বেঁধে অর্ঘ্য দেবীকে দান করলে সব দুঃখ নাশ হয়।

সাধ্য অনুযায়ী নৈবেদ্য দিন পুজোতে। শাস্ত্র মতে, নৈবেদ্য দ্বারা সকল প্রকার সিদ্ধি লাভ হয়।

একটি লাল পদ্ম, জবার মালা দিতে পারেন। দেবীর পুজোয় ফুল প্রদান করলে দেবী কৃপা দৃষ্টি বজায় থাকে।

পুজোয় ১টি মোমবাতি, ধূপ-দ্বীপ দানের দ্বারা পুজো করলে লাভ হয় দেবীর সন্তুষ্টি। পুজোর অর্ঘ্য সামগ্রীতে অবশ্যই ৮টি বিল্বপত্র রাখুন। দেবীকে বিল্বপত্র দান করলে আয়ু, বল ও যশ বৃদ্ধি হয়।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News